মঙ্গলবার ● ২০ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খাগড়াছড়ি » অমর ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে মাটিরাঙ্গায় সাংস্কৃতি মেলা
অমর ২১ শে ফেব্রুয়ারি উপলক্ষে মাটিরাঙ্গায় সাংস্কৃতি মেলা
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১০.৫৬মি.) খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় অমর ২১ শে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন উপলক্ষে ভাষা ও সাংস্কৃতি মেলা অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার বিকালে মাটিরাঙ্গা শহীদ মিনার প্রাঙ্গনে উপজেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এই মেলার উদ্বোধন করেন খাগড়াছড়ির জেলা প্রশাসক মো. রাশেদুল ইসলাম। তিনি প্রধান অতিথির বক্তব্যে বলেন, ভাষা সংস্কৃতি একটা জাতির উন্নতি লাভের সোপান মন্তব্য করে সবাই মিলে একযুগে ভাষার ইতিহাসকে ধরে রেখে দেশকে এগিয়ে নিতে কাজ করার আহবান জানান। নিজের ভাষা ছাড়াও অন্যান্য ভাষার প্রতি সম্মান দেখানোর পরামর্শ দিয়ে প্রতিটি মানুষের মাতৃভাষায় আবেগ ও অনুভূতি প্রকাশের প্রতি যত্নশীল হওয়ার আহবান জানান তিনি।
মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভীষন কান্তি দাশ‘এর সভাপতিত্বে অনুষ্ঠিত মেলা উদ্বোধনী দিনের আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান মো. তাজুল ইসলাম, পৌর মেয়র মো. শামছুল হক, অফিসার ইনচার্জ (ওসি) মো. জাকির হোসেন পিপিএম ,উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক সুবাস চাকমা, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. মুনছুর আলী, প্রেসক্লাব সভাপতি এমএম জাহাঙ্গীর আলম, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিরন জয় ত্রিপুরা, মিউনিসিপ্যাল উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেনীর ছাত্রী সামিয়া সুলতানা ও মহিলা কলেজের ব্যবসায়ি বিভাগ একাদশ শ্রেনীর ছাত্রী মোসাম্মৎ হোসনা আক্তার প্রমুখ।
মাটিরাঙ্গা মহিলা কলেজের অধ্যক্ষ কেফায়েত উল্লাহ‘এর সঞ্চালনায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাটিরাঙ্গা উপজেলার সহকারী কমিশনার (ভুমি) মোহাম্মদ আলী, মাটিরাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ প্রশান্ত কুমার ত্রিপুরা,উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা আশ্রাফ উদ্দিন শেখ, উপজেলা সহকারী কৃষি কর্মকর্তা মানস চন্দ্র দে, উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার কৃষ্ণ লাল দেবনাথসহ বিভিন্ন স্কুল কলেজের শিক্ষক, শিক্ষার্থী,সুশীল সমাজের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ ছাড়াও মেলায় অংশ গ্রহনকারী স্টল গুলো মধ্যে ত্রিপুরা, মারমা ভাষার স্টল, এনজিও প্রতিষ্ঠান ব্রাক স্টল, মহিলা কলেজ স্টল, মা লাইব্রেরী, প্রাথমিক শিক্ষা পরিবার স্টল নাম উল্লেখযোগ্য।
পরে প্রধান অতিথি অন্যান্যদের সাথে মেলার স্টলগুলো পরিদর্শন করেন।