![হাটহাজারীতে অগ্নিকান্ডে ৩ দোকান পুড়ে ছাই](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/77526-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাটে বাসের ধাক্কায় মোটরসাইকেল চালক নিহত
বাগেরহাট অফিস :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.২০মি.) বাগেরহাটে বাসের ধাক্কায় মোটর সাইকেল চালক ইসারাত আলী (৪২) নামে এক চালক নিহত হয়েছেন। আজ বুধবার সকাল ৯টার দিকে বাগেরহাট-খুলনা মহাসড়কের মাথাভাঙ্গা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহত ইসারাত আলী বাগেরহাট সদর উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের মান্দ্রা গ্রামের তফশের আলীর ছেলে।
বাগেরহাট কাটাখালি হাইওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) কেএম আজিজুল হক জানান, মহাসড়কের মাথাভাঙ্গা নামক স্থান দিয়ে এশারাত দুধ ব্যবসায়ী মোজাহার আলীকে নিয়ে মোটরসাইকেল চালিয়ে বাগেরহাটে যাচ্ছিলেন। এসময় একটি বাস মোটরসাইকেলটিকে ধাক্কা দিলে ঘটনাস্থলে এশারাত ঘটনাস্থলে মারা যান। মোটরসাইকেলে থাকা আরোহী দুধ ব্যবসায়ী মোজাহার গুরতর আহত হন। আহত আরোহীকে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। নিহতের লাশ উদ্ধার করে বাগেরহাট সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে।