বুধবার ● ২১ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুট
ডিবি পরিচয়ে আওয়ামী লীগ নেতার বাড়িতে লুট
গাজীপুর জেলা প্রতিনিধি :: (৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪২মি.) গাজীপুরের শ্রীপুরে ডিবি পরিচয়ে এক আওয়ামী লীগ নেতার বাড়ি থেকে টাকা ও স্বর্ণালংকার লুট করা হয়েছে।
১৯ ফেব্রুয়ারি সোমবার রাত নয়টার দিকে উপজেলার ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে মুলাইদ গ্রামে এ ঘটনা ঘটে।
তেলিহাটি ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক তোফাজ্জল হোসেন জানান, তিনি সপরিবারে মাওনা চৌরাস্তায় একটি সামাজিক অনুষ্ঠানে অংশ নেন। বাসায় তার শাশুড়িসহ কয়েকজন ছিলেন।
কমপক্ষে সাতজন লোক ডিবি পুলিশ পরিচয়ে সুমন নামে একজনকে গ্রেফতারের কথা বলে বাড়িতে ঢুকে। পরে তারা পিস্তল দেখিয়ে বাড়ির লোকদের হাত-পা ও মুখ বেঁধে ফেলে।
এরপর আলমারি ও ওয়ারড্রবের ড্রয়ার ভেঙে নগদ চার লাখ ৪৭ হাজার টাকা ও ১৫ ভরি স্বর্ণালংকার লুট করে নিয়ে যায়। ঘটনার পর আশপাশের লোকজন গিয়ে তাদের উদ্ধার করেন।
শ্রীপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) আসাদুজ্জামান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, দুর্বৃত্তরা ডিবি পরিচয়ে ওই নেতার ওপর হামলা করতে গিয়েছিল। তাকে না পেয়ে টাকা ও স্বর্ণালংকার নিয়ে গেছে। এ ঘটনায় থানায় মামলা হয়েছে।