বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » খেলা » ফুটবল খেলা দেখতে গিয়ে বিল্ডিংয়ের চাল ধসে আহত ১০
ফুটবল খেলা দেখতে গিয়ে বিল্ডিংয়ের চাল ধসে আহত ১০
গাজীপুর প্রতিনিধি :: গাজীপুরের কালীগঞ্জ উপজেলার জামালপুর ইউনিয়নে ফুটবল খেলা দেখতে গিয়ে পরিত্যক্ত একটি টিনসেট বিল্ডিয়ের চাল ধসে কমপক্ষে ১০ জন আহত হওয়ার সংবাদ পাওয়া গেছে ৷
৮ ডিসেম্বর মঙ্গলবার বিকেলে উপজেলার চুপাইর উচ্চ বিদ্যালয় মাঠে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ উপভোগ করার সময় এ ঘটনা ঘটে ৷ আহতদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেঙ্ েভর্তি করা হয়েছে ৷
স্থানীয়রা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধি মুহাম্মদ আতিকুর রহমান আতিককে জানায়, মঙ্গলবার বিকেলে চুপাইর উচ্চ বিদ্যালয়ের মাঠে শহীদ কামাল স্মৃতি ফুটবল টুর্নামেন্টে শিংলাব একাদশ বনাম পলাশ একাদশের মধ্যকার ফাইনাল ম্যাচ চলছিল৷ মাঠে স্থান সংকুলান না হওয়ায় ওই বিদ্যালয়ের একটি পরিত্যক্ত বিল্ডিয়ে টিনের চালে উঠে বেশ কিছু দর্শক খেলা উপভোগ করছিল৷ ওই বিল্ডিয়ের টিনের চাল ধসে ২ কিশোরসহ ১০ জন আহত হয় ৷
আহতরা হচ্ছেন- উপজেলার জামালপুর গ্র্রামের ওসমান আলীর ছেলে সিয়াম (১০), হুমায়ুন কবিরের ছেলে সাজিদ (৯), নারগানা গ্রামের মাসুদ মিয়ার ছেলে সাগর (২২), চুপাইর গ্রামের মনির হোসেনের ছেলে সাগর (১৬), ফিরোজ শেখের ছেলে ফয়সাল শেখ (১৬) ও ভাটিরা গ্রামের সোহরাব সরকারের ছেলে সিদ্দিকুর রহমান (১৭)৷ বাকিরা অন্য হাসপাতালে চিকিত্সার জন্য চলে যাওয়ায় তাদের পরিচয় জানা সম্ভব হয়নি৷ পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়৷
কালীগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে কর্তব্যরত চিকিত্সক ডা. জেসমিন আরা জুয়েনা আমাদের গাজীপুর জেলা প্রতিনিধিকে জানান, ফয়সালের অবস্থা আশঙ্কাজনক থাকায় তাকে উন্নত চিকিত্সার জন্য ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে রেফার্ড করা হয়েছে ৷
এদিকে ওই ফাইনাল ম্যাচে পলাশ একাদশকে ২-০ গোলে হারিয়ে শিংলাব একাদশ জয় লাভ করে ৷