শনিবার ● ২৪ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পুরুষ্কার বিতরণী
ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার পুরুষ্কার বিতরণী
চট্টগ্রাম প্রতিনিধি :: (১২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.০৫মি.) চট্টগ্রামস্থ কর্ণফুলী উপজেলাধীন ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান ওমরা মিয়া এরশাদিয়া সুরাইয়া সুন্নিয়া দাখিল মাদ্রাসার বার্ষিক সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠান আজ ২৪ ফেব্রুয়ারি সকাল ১০টা থেকে সারা দিন ব্যাপী মাদ্রাসা ময়দানে মাদ্রাসার প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর এম মহিউদ্দিন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের প্রথম অধিবেশনে প্রধান অতিথি ছিলেন সাদার্ণ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও উদ্যোক্তা বিশিষ্ট শিক্ষানুরাগী প্রফেসর আলহাজ্ব মুহাম্মদ সরওয়ার জাহান।
প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর সরওয়ার জাহান বলেন, আধুনিক ও প্রযুক্তিগত শিক্ষার পাশাপাশি ধর্মীয় শিক্ষায় গুরুত্বারোপ করতে হবে। সরকার বর্তমানে মাদ্রাসা শিক্ষাকে গুরুত্ব দিয়ে শিক্ষার উন্নয়নে নানা উন্নয়নমুখী কর্মসূচী হাতে নিয়েছে। তিনি আরো বলেন, মাদ্রাসার শিক্ষার্থীরাও বর্তমানে বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন স্তরে অধ্যাপনা ও লেখাপড়া করছে। এখন আগের মত মাদ্রাসা শিক্ষার্থীদের অবহেলা করার সুযোগ নেই। মেধা ও যোগ্যতা দিয়ে এখন সমান তালে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সাথে মাদ্রাসার শিক্ষার্থীরাও এগিয়ে চলছে।
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, কামাল ইশকে মোস্তাফা (দঃ) মাদ্রাসার উপাধ্যক্ষ আলহাজ্ব সৈয়দ মো. মহিউদ্দিন আলকাদেরী, চুন্নাপাড়া মনিরুল ইসলাম ফাজিল মাদ্রাসার ইংরেজি প্রভাষক মাওলানা মুহাম্মদ কামরুল ইসলাম, জমিয়াতুল মদিনার আরবী প্রভাষক মাওলানা মুহাম্মদ ওসমান গনি, প্রধান শিক্ষক মুহাম্মদ আবদুর রহীম চৌধুরী ।
সভায় বক্তব্যে রাখেন মাওলানা মুহাম্মদ হাফেজ জাকের উল্লাহ, মাওলানা মুহাম্মদ ইউচুফ, আলহাজ্ব জামাল উদ্দিন চৌধুরী, ইউপি চেয়ারম্যান আলহাজ্ব জাহাঙ্গীর আলম, রাজনীতিবিদ আব্দুস সাত্তার রনি, ব্যাংকার মিজানুর রহমান। সভার উদ্বোধন করেন হালিশহর দরবার শরীফের সাজ্জাদানশীন পীরে তরীকত আল্লামা মুহাম্মদ আনোয়ার শাফি (ম. জি. আ.)।