![মিরসরাইয়ে শেখ মুজিবুর রহমানের ম্যুরাল ভাংচুর](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/84227-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহে পুলিশ কনস্টেবলের ঝুলন্ত লাশ উদ্ধার
ময়মনসিংহঅফিস :: (১৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.১৭মি.) ময়মনসিংহ শহরের জামতলা মসজিদ সংলগ্ন পোড়া বাড়ী এলাকা থেকে নুরুল আলম (৩৫) নামে এক পুলিশ কন্সটেবলের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নূরে আলম কোতোয়ালি মডেল থানায় কর্মরত ছিলেন।
শনিবার ২৪ ফেব্রুয়ারি রাত আটটার দিকে কোতোয়ালী পুলিশের ২নং ফাঁড়ির এসআই ফারুক হোসেন তার লাশ উদ্ধার করেন।তার আগে রাত আটটার দিকে ভাড়া বাসায় ওই পুলিশ কন্সটেবলের ঝুলন্ত লাশ দেখতে পেয়ে পুলিশকে স্থানীয়রা জানান।
ময়মনসিংহ জেলার পুলিশ সুপার সৈয়দ নূরুল ইসলাম বলেন, শনিবার রাত ৮টার দিকে ভাড়া বাসা থেকে নূরে আলমের লাশ উদ্ধার করা হয়। তবে ‘এটা হত্যা না আত্মহত্যা তা জানা যায়নি। পুলিশ মৃত্যুর কারণ জানার চেষ্টা করছে।’ দুই ছেলে সন্তানের জনক নিহত নুরুল আলম লাশ ময়না তদন্ত শেষে তার পরিবারের কাছে হস্তান্তর করা হবে।