রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্য আর নয়
বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্য আর নয়
সিলেট প্রতিনিধি :: (১৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ৩.৪৩মি.) কোটা পদ্ধতির কারনে অবমুল্যায়নের শিকার হচ্ছে মেধাবীরা। মেধাবীদের অবমুল্যায়নের হাতিয়ার কোটা পদ্ধতি সংস্কারের দাবীতে সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারে মানববন্ধন করেছেন সিলেটের বিভন্ন কলেজ-ভার্সিটির শিক্ষার্থীরা। আজ ২৫ফেব্রুয়ারী সোমবার সকাল ১১টায় বাংলাদেশ সাধারণ ছাত্র অধিকার সংরক্ষণ পরিষদের ব্যানারে এ কর্মসূচি পালিত হয়।
সিলেট শাবিপ্রবি, এমসি কলেজসহ বিভিন্ন ভার্সিটির ছাত্ররা মানববন্ধনে কোটা প্রথা সংস্কারের দাবী জানিয়ে বলেন, মেধায় ৯০ শতাংশ এবং সর্বোচ্চ ১০ শতাংশ কোটা রাখার দাবি জানান তারা।
বঙ্গবন্ধুর সোনার বাংলায় কোটা বৈষম্যের মধ্যে দিয়ে মেধাবীদের অবমুল্যায়ন কোন কিছুতেই মেনে নেওয়া হবে না বলে ঘোষনা দিয়ে বক্তারা বলেন, মেধাবীরা যাতে দেশের সর্বোচ্চ প্রশাসনিক জায়গায় যেতে পারেন, সেজন্য কোটা সংস্কারের দাবি জানাচ্ছি। আমরা কোটার বিপক্ষে না। কোটা কমিয়ে ১০ শতাংশ করার দাবি জানিয়ে তারা বলেন, ৫৬ শতাংশ কোটা রাখার কারণে প্রকৃত মেধাবীরা যোগ্যতা থাকার পরেও চাকরি পাচ্ছেন না।
শাবি শিক্ষার্থী সরদার মনসুর আহমদ ও এমসি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী মো. নাজমুস সাকিবের যৌথ সঞ্চালনায় সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন, শাবি শিক্ষার্থী নাদিয়া কেয়া, মদন মোহন কলেজের শিক্ষার্থী জহির হোসেন, শাবি শিক্ষার্থী আজহারুল ইসলাম, কবিতা আক্তার, এমসি বিশ্ববিদ্যালয় কলেজের শিক্ষার্থী পাশা শাহীনূর আলম, আব্দুর রহিম (রাহি), ফয়েজ আহমদ, রাজিব কৈরী, মৃদুল তালুকদার, তাহসান খাঁন, মো. আলী হোসেন, আহমদ, আল আমিন ভূঁইয়া, সিকৃবির শিক্ষার্থী শাহ নেওয়াজ মুন্ন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির শিক্ষার্থী শাহিদ আহমেদসহ সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ, মেট্রোপলিটন ইউনিভার্সিটি, লিডিং ইউনিভার্সিটি, নর্থ ইস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
মানববন্ধনে অংশগ্রহণকারী সকল শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থী, মিডিয়াকর্মী ও প্রশাসনের প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন কোটা সংস্কার আন্দোলন সিলেটের সমন্বয়ক পাশা শাহীনূর ও আব্দুর রহিম (রাহী)।