![মিরসরাইয়ের ভারতীয় ২৪ গরু আটক](https://www.chtmedia24.com/cloud/archives/2025/02/254-micro.jpg)
![CHT Media24.com অবসান হোক বৈষম্যের](https://www.chtmedia24.com/cloud/archives/fileman/logo.jpg)
রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
ময়মনসিংহ অফিস :: (১৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.৫৩মি.)
ময়মনসিংহ নগরীতে সরকারি চাকরিতে কোটা পদ্ধতি সংস্কারের দাবিতে সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করেছে।রবিবার ২৫ ফেব্রুয়ারি সকাল ১১ টার দিকে নগরীর ফিরোজ জাহাঙ্গীর চত্তরের সামনে বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের প্রায় ৪ শতাধিক শিক্ষার্থী অংশ গ্রহনে ওই মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে বক্তব্য রাখেন আশরাফ জুয়েল, শেখ মোহাম্মদ আনোয়ার পারভেজ, ইক্তার উদ্দিন খান, সোহানুর রহমান খান, মোস্তাকিম, রফিক, নাঈম প্রমূখ।
এসময় বক্তারা কোটা ব্যবস্থা সংস্কার করে শতকরা ৫৬ ভাগ থেকে কমিয়ে ১০ ভাগে নিয়ে আসা, কোটায় যোগ্য প্রার্থী না থাকলে শূণ্য পদগুলোতে মেধা ভিত্তিতে নিয়োগ দেওয়া, চাকরির নিয়োগ পরীক্ষায় কোটা সুবিধা একের অধিক বার ব্যবহার বন্ধ করা,কোটায় কোনো বিশেষ ধরনের নিয়োগ পরীক্ষা না নেওয়া, চাকরির পরীক্ষায় সবার জন্য অভিন্ন নম্বর কর্তন ও বয়সসীমা রাখাসহ কোটা সংস্কারের পক্ষে বিভিন্ন দাবি জানান।