রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » ভবানীপুরে কৃষক উৎসব
ভবানীপুরে কৃষক উৎসব
গাজীপুর জেলা প্রতিনিধি :: গাজীপুরে কাঁচিটান, অন্ধের পাতিল ভাঙা, চেয়ার সিটিং, বিষের বালিশ, ভদ্রলোকের দৌড় ও তৈলাক্ত কলা গাছে ওঠাসহ গ্রামীণ ঐতিহ্যবাহী হরেক রকম খেলা দিয়ে কৃষক উৎসব অনুষ্ঠিত হয়েছে।
গত ২৩ ফেব্রুয়ারি শুক্রবার ভবানীপুর উচ্চ বিদ্যালয়ে বিকাল ৪টা থেকে এ উৎসব অনুষ্ঠিত হয়।
কৃষকদের এ উৎসবের আয়োজন করেন ফ্রেন্ডস্ সোসাইটি নামে স্থানীয় তরুণদের একটি স্বেচ্ছাসেবী সংগঠন।
গাজীপুর জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সহসভাপতি শাহ্ ওমর ফারুকের সভাপতিত্বে উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুরের জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীর।
অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, মুক্তিযোদ্ধা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাশেম, ভবানীপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. মকবুল হোসেন, ভবানীপুর প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মো. মাহবুব আলম ফকির, গাজীপুর জেলা যুবলীগের আহ্বায়ক সদস্য ফিরোজ মিয়া ও গাজীপুর সদর উপজেলা ছাত্রলীগ সভাপতি মো.হাসান আল মাহমুদ।
ক্রীড়া প্রতিযোগিতা শেষে অনুষ্ঠিত সভায় কৃষকরা কৃষিসংক্রান্ত বিভিন্ন সমস্যা, কৃষি উন্নয়নে তাদের ব্যক্তিগত মতামত প্রকাশ করেন।
অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, এমন আয়োজন সব স্তরের মানুষকে অপসংস্কৃতির চর্চা থেকে দূরে রাখবে। গাজীপুর শিল্প-অধ্যুষিত এলাকা। শিল্পায়িত হওয়ায় কৃষিজমি কমছে। কৃষকদের একটি অংশ কৃষি থেকে দূরে থাকছে। কৃষকের উৎসব এ ক্ষেত্রে একটি বৈপ্লবিক পরিবর্তন আনবে।