রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুরে ঝুট গুদামে আগুন
গাজীপুর জেলা প্রতিনিধি :: (১৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৯মি.) গাজীপুর সিটি কর্পোরেশনের কোনাবাড়ী এলাকায় কয়েকটি ঝুট গুদামে আগুন লাগার ঘটনা ঘটেছে।
আজ ২৫ ফেব্রুয়ারি রবিবার সকাল সোয়া সাতটার দিকে এই আগুন লাগে।
জয়দেবপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. জাকির হোসেন সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, কোনাবাড়ী নতুন বাজার এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের পাশে সেলিম হোসেন, আবদুস সালাম খানসহ কয়েকজনের সাত থেকে আটটি ঝুট (তৈরি পোশাক কারখানার পরিত্যক্ত মালামাল) গুদাম রয়েছে। সকাল সোয়া সাতটার দিকে আবদুস সালাম খানের গুদামঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তেই আগুনের শিখা আশপাশের ১৪টি ঝুটের গুদাম ও নয়টি দোকানে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে জয়দেবপুর, কাশিমপুর ও কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ছয়টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।
ধারণা করা হচ্ছে, গুদামের শ্রমিকদের বিড়ি বা সিগারেটের আগুন থেকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। আগুনে কেউ হতাহত হয়নি।
আবদুস সালাম খান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন, তাঁর গুদামে ৭০ লাখ টাকা ঝুট মাল ছিল। সব মিলিয়ে কোটি টাকার ওপরে ক্ষতি হয়েছে। দুপুর ২টার দিকেও ফায়ার সার্ভিস তিনটি ইউনিটের কর্মীদের ড্যাম্পিং কাজ করতে দেখা গেছে।