রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » বাগেরহাটে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান
বাগেরহাটে আত্ম কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান
বাগেরহাট অফিস :: (১৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৩মি.) বাগেরহাটের ফকিরহাট উপজেলার লখপুর ইউনিয়ন পরিষদের উদ্যোগে ও এলজিএসপি-৩ প্রকল্পের মাধ্যমে অসহায় বিধবা নারীদের কর্মসংস্থানের লক্ষ্যে সেলাই মেশিন প্রদান অনুষ্ঠান আজ রবিবার বিকাল ৪টায় ইউনিয়ন পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে।
লখপুর গ্রুপের ম্যানেজিং ডিরেক্টর ও ইউপি চেয়ারম্যান মো. আবুল হোসেন এর সভাপতিত্বে এবং ইউপি সচিব মো. মোয়াজ্জেম হুসাইন এর সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তৃতা করেন, এলজিইডির উপ-সহকারী প্রকৌশলী মো. আমজাদ হোসেন, ইউনিয়ন উপ-সহকারী কৃষি অফিসার বিপ্লব দাশ, অভিজিৎ গাউন, ইউপি সদস্য শেখ বজলুর রহমান, শেখ বেলাল হোসেন মিলন, ফিরোজুল ইসলামসহ বিভিন্ন নেতৃবৃন্দ। পরে ৯টি ওয়ার্ডের ৯জন মহিলাদের মাঝে সেলাই মেশিন বিতরন করা হয়।