রবিবার ● ২৫ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » দুর্গম এলাকায় দুস্থদের মাঝে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা
দুর্গম এলাকায় দুস্থদের মাঝে বিজিবি’র বিনামূল্যে চিকিৎসা সেবা
বরকল প্রতিনিধি :: (১৩ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৭মি.) রাঙামাটি জেলার বরকল উপজেলায় ভালুকাছড়ি পাড়া দুর্গম এলাকায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র ছোটহরিণা জোন এর পক্ষ থেকে আজ রবিবার ২৫ ফেব্রুয়ারি গরীব ও দুস্থদের মাঝে বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়। ১২ বিজিবি’র ব্যবস্থাপনায় হরিণা জোন এর মেডিকেল অফিসার মেজর মো. ফায়সাল উপস্থিত থেকে দুস্থ রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা সেবা প্রদান করেন। এ সময় এলাকার ৮৬ জন নারী-পুরুষ ও শিশুকে চিকিৎসা সেবা ও ঔষধ বিতরন করা হয়।
চিকিৎসা সেবা নিতে আসা সোনালী চাকমা সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন এর আগে আমরা চিকিৎসা সেবা থেকে বঞ্চিত ছিলাম, কিন্তু বর্তমানে বিজিবি হরিণা জোন এর মেডিকেল ক্যাম্পেইন এর মাধ্যমে দুর্গম এলাকায় চিকিৎসা সেবা পৌছে দেওয়া হচ্ছে। তারা এই রকম বিভিন্ন স্থানে মেডিকেল ক্যাম্পেইন করে অসুস্থ্যদের বিনামূল্যে চিকিৎসা সেবা ও ঔষধ প্রদান করে যে ভূমিকা রেখেছেন তা অত্যন্ত প্রশংসনীয়।
এসময় বিজিবি’র দায়িত্বরত কর্মকর্তা ও ভালুকাছড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রবি চন্দ্র চাকমাসহ স্থানীয় ব্যাক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এ বিষয়ে বিজিবি’র হরিণা জোন এর জোন কমান্ডার লেঃ কর্নেল মো. আতিক চৌধুরী, বিএসপি সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে বলেন দুর্গম এলাকার জনসাধারণ যাতে চিকিৎসা সেবা পায় তার জন্য বিজিবি হরিণা জোন নিরলস কাজ করে যাচ্ছে। হরিণা জোন এর পক্ষ থেকে এই কার্যক্রম অব্যাহত থাকবে।