সোমবার ● ২৬ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ভোধন
কাউখালীতে বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের উদ্ভোধন
কাউখালী প্রতিনিধি :: (১৪ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.০৫মি.) কাউখালী উপজেলা প্রশাসনের আয়োজনে বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের তত্বাবধানে, বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রনালয়ের পৃষ্ঠপোষকতায় ৩৯তম বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা আজ সোমবার সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়ামে উদ্ভোধন করা হয়।
বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ এবং বিজ্ঞান মেলা উপলক্ষে এক আলোচনা সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএম চৌধুরী (চৌচামং)।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, উপজেলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা, উপজেলা ভাইস-চেয়ারম্যান মংসুইউ চৌধুরী ডুমং, উপজেলা কৃষি অফিসার কাজী শফিকুল ইসলাম, উপজেলা প্রানী সম্পদ অফিসার ডা. মঈনুল ইসলাম ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার কমল বরন সাহা প্রমুখ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিআরডিবি অফিসার প্রিয়তোষ কান্তি নাথ, কাউখালী বালিকা উচ্চ বিদ্যালযের প্রধান শিক্ষক মো. আব্দুল কাদের, কাউখালী উপজেলা প্রেস ক্লাব সহ-সভাপতি মো. ওমর ফারুক, বেতবুনিয়া সৃজনী ট্রাষ্ট স্কুল এন্ড কলেজ অধ্যক্ষ মো. আব্দুল কাদের, কাউখালী কলেজ প্রতিনিধি মো. ইছহাক সহ উপজেলার বিভিন্ন বিদ্যালয়, কলেজের ছাত্র-ছাত্রী, শিক্ষক-শিক্ষিকা, অভিভাবকসহ বিভিন্ন গনমাধ্যম কর্মীরা। মেলায় উপজেলার মোট ৯টি বিদ্যালয় অংশ গ্রহন করেন।