বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » আলীকদমে ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের সমাপনি সভা
আলীকদমে ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের সমাপনি সভা
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি :: বান্দরবানের আলীকদমে ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের সমাপনি সভা অনুষ্ঠান সম্পর্ন হয়েছে ৷ এ উপলক্ষে বুধবার সকাল ১০ ঘটিকায় আলীকদম উপজেলার বুলবুল কমিউনিটি সেন্টারে আলোচনা সভা ও তথ্যচিত্র প্রদর্শনীর আয়োগন করা হয় ৷ এসময় কয়েক জন উপকারভোগী হতাশা ব্যক্ত করেন ৷
সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ১নং আলীকদম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জামাল উদ্দিন, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২নং চৈৰ্যং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জয়নাল আবেদীন, উপজেলা কৃষি কর্মকর্তা, ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের আঞ্চলিক ব্যবস্থাপক, উপজেলা ব্যবস্থাপক ও আলীকদম প্রেস ক্লাবের সভাপতি প্রমূখ ৷ এছাড়াও কারিতাস ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পের উপকার ভোগীরা এসয় উপস্থিত ছিলেন ৷
দীর্ঘ চার বছর অতি দরিদ্র পরিবারের দারিদ্র বিমোচনে জন্য বিভিন্নভাবে সহায়তা প্রদান করে আসা বেসরকারী প্রতিষ্ঠান কারিতাসের ইএসএলইপি-সিএইচটি/সিড়ি প্রকল্পের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় হতাশায় ব্যক্ত করেছেন প্রকল্পের উপকারভোগীরা ৷
উপজেলা শিক্ষা কর্মকর্তা মোঃ ইলিয়াছ এর সভাপতিত্বে অনুষ্ঠিত এসভায় বক্তারা বলেন, কারিতাসের ইএসএলইডি-সিএইচটি/সিড়ি প্রকল্পটি দীর্ঘ চার বছর যাবত বান্দরবান জেলার লামা, আলীকদম, নাইৰ্যংছড়ি ও থানচি উপজেলায় অতি দরিদ্র পরিবারের সদস্যদেরকে শাকসবজি চাষ, অর্থকরী ফসল চাষ, ধান চাষ, চারা রোপন ও ব্যবস্থাপনা, গবাদি পশু পালন, ক্ষুদ্র ব্যবসা, সঞ্চয় ও বাজার জাত করণের উপর প্রশিক্ষন প্রদানসহ কৌশলগত ও অর্থনৈতিক সুবিধা প্রদান করে আসছে ৷ দীর্ঘ চার বছরের কার্যক্রমে উপজেলার দরিদ্রসীমার নিচে বাস করা অতি দরিদ্র পরিবার গুলোর মধ্যে প্রয় শতকরা ৯৪ ভাগ সফলতার দাবি করছেন ৷ কারিতাসের কর্মকর্তারা ৷
আপলোড : ৯ ডিসেম্বর ২০১৫ : বাংলাদেশ : সময় : সন্ধ্যা ৬.৪০মিঃ