মঙ্গলবার ● ২৭ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » সিলেটে ওয়াজ মাহফিলে সংঘর্ষে নিহত -২ আহত-৫০
সিলেটে ওয়াজ মাহফিলে সংঘর্ষে নিহত -২ আহত-৫০
সিলেট প্রতিনিধি :: (১৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় দুপুর ১.৩৮মি.) সিলেটের জৈন্তাপুর উপজেলায় ওয়াজ নিয়ে দুপক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছে। এছাড়া অতর্কিত হামলার ঘটনায় অর্ধশতাধিক লোকজন আহত হয়েছে।
সোমবার ২৬ফেব্রুয়ারী রাত ১১টা থেকে সংঘর্ষ এখনো চলছে। আহতদের কয়েকজনকে জৈন্তাপুর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
সংঘর্ষের জেরে আমবাড়ি, ঝিঙ্গাবাড়ি ও কাঠাল বাড়ি নামের তিনটি গ্রামের বিভিন্ন বাড়িতে হামলা ও অগ্নিসংযোগের খবর পাওয়া গেছে।
অতর্কিত হামলায় নিহত দুই যুবকের একজন হরিপুর মাদ্রাসার ছাত্র মোজাম্মেল হোসেন, এবং অন্য জনের পরিচয় জানা যায়নি।
শেষ খবর পাওয়া পর্যন্ত কওমী ও আটরসি পন্থিদের মাধ্যে টানটান উত্তেজনা বিরাজ করছে। এদিকে কওমি মাদ্রাসার ওয়াজ মাহফিলে হামলার প্রতিবাদে সিলেটের সুপ্রসিদ্ধ কওমি শিক্ষা প্রতিষ্টান কাজির বাজার মাদ্রাসা রাত ১২.৫০মিনিটে এক বিশাল বিক্ষোভ মিছিল বের করে। এদিকে কওমিপন্থিদের উপর অতর্কিত হামলার ঘটনায় ফেসবুকে বইছে নিন্দার ঝড়।
স্থানীয় সুত্রে জানা যায়- সোমবার রাতে জৈন্তাপুর উপজেলার বাংলাবাজার আমবাড়ি এলাকায় ওয়াজ মাহফিলের আয়োজন করে কওমি মাদ্রাসার লোকজন। ওয়াজ চলাকালে রাত ১১টার দিকে সুন্নীবিরোধি ওয়াহাবী মতাদর্শের লোকজন হামলা চালালে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ শুরু হয়। কিছুক্ষণের মধ্যেই এ সংঘর্ষ বৃহৎ আকার ধারণ। দু’পক্ষের হাজারো লোক ঘটনাস্থলে উপস্থিত হয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।
সংঘর্ষের জের ধরে রাত ২টা পর্যন্ত মুসল্লীরা সিলেট-তামাবিল সড়ক অবরোধ করায় যান চলাচল বন্ধ রয়েছে।
এ ব্যাপারে জৈন্তাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) র মোবাইলে কল করা হলে তিনি রিসিভ করেননি।