বুধবার ● ২৮ ফেব্রুয়ারী ২০১৮
প্রথম পাতা » খেলা » বিকেএসপি কাপ জুডো চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন
বিকেএসপি কাপ জুডো চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (১৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় স্যান্ধা ৭.০২মি.) বিকেএসপি কাপ জুডো চ্যাম্পিয়নশিপে নেপাল চ্যাম্পিয়ন হয়েছে। দুদিন ব্যাপি এ প্রতিযোগিতায় ভারত, নেপাল, ভূটান ও স্বগতিক বিকেএসপি অংশ নিয়েছে। বাংলাদেশের বিকেএসপি, আনসার, ভিডিপি ছাড়াও একাধিক দল এ প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় ১০টি ওজন শ্রেণীতে মোট ১৩০ জন জুডোকা অংশগ্রহণ করেন। নেপাল ৪টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে চ্যাম্পিয়ন ও ভারতের ওয়েস্ট বেঙ্গল ৩টি স্বর্ণ, ১টি রৌপ্য ও ১টি ব্রোঞ্জ পদক নিয়ে রানার আপ হবার গৌরব অর্জন করে। বিকেএসপি ২টি স্বর্ণ, ৩টি রৌপ্য ও ২টি ব্রোঞ্জ পদক নিয়ে ৩য় হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভূটানের এ্যাম্বাসেডর মি. সোনাম রাবগাই ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামিছুর রহমান।
এসময় বিকেএসপি ও বাংলাদেশ জুডো ফেডারেশনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।