বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » করোনা আপডেট » স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল
স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি:: স্বাস্থ্য সেবাদানকারী প্রতিষ্ঠানের স্বীকৃতি পেল গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল৷
এ উপলক্ষে ৯ ডিসেম্বর বুধবার বিকালে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের তত্ত্বাবধায়ক ও গাজীপুরের সিভিল সার্জন ডাঃ মো: আলী হায়দার খানকে সংবর্ধনা দিয়েছেন চিকিত্সক, নার্স ও কর্মচারীরা৷
২০১৫ সালে দেশের বিভিন্ন স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানে রোগী বান্ধব পরিবেশে স্বাস্থ্যসেবা প্রদান, হাসপাতালে চিকিত্সকদের উপস্থিতি ও দায়িত্ব পালন, অনলাইনে চিকিত্সক, নার্স ও কর্মচারীদের রিপোর্ট পেশ, নিয়মিত সমন্বয় সভা অনুষ্ঠিত হওয়া, সিদ্ধান্ত গ্রহন ও সমাধান, হাসপাতাল প্রাঙ্গন, ইনডোর ও আউট ডোর পরিস্কার পরিচ্ছন্ন রাখা এবং রোগীদের সন্তুষ্টি অর্জন মাপকাটিতে নির্বাচীত হয় গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতাল৷
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়, বিশ্ব স্বাস্থ্য সংস্থা, আইসিডিডিআরবি এবং বেসরকারী সংস্থা কর্তৃক কাজের মূল্যায়নে দেশের শীর্ষ ৫টি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠানকে নির্বাচন করা হয়৷ স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সিদ্ধান্তে মঙ্গলবার রাজধানী ঢাকার একটি হোটেলে স্বাস্থ্য বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের উপস্থিতিতে স্বাস্থ্য মন্ত্রী মোহাম্মদ নাসিম জাতীয় ভাবে প্রতিষ্ঠান প্রদানদের হাতে পুরস্কার তুলে দেন৷ এছাড়াও কাপাসিয়া, শ্রীপুর ও কালিয়াকৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এই স্বীকৃতি পায়৷
কাজের মূল্যায়নে সরকারী স্বীকৃতির সুখবরে বুধবার বিকালে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের তত্ত্বাবধায়কের কক্ষে চিকিত্সক, নার্স ও কর্মকর্তা-কর্মচারীরা ফুল এবং ক্রেস্ট দিয়ে সিভিল সার্জনকে সংবর্ধনা দেন৷ সংক্ষিপ্ত অনুষ্ঠানে বক্তব্য রাখেন হাসপাতালের সিনিয়র সার্জারী কনসালটেন্ট ডা: মো: আশরাফুল আলম, গাজীপুর বিএমএ গাজীপুর জেলা শাখার সভাপতি ও গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক)-এর সহযোগী অধ্যাপক ডা: আমির হোসেন রাহাত, গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ (শতামেক) হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবদুস সালাম সরকার, সুপারভাইজার মো. কামাল হোসেন ও মেডিকেল টেকনোলজিস্ট (ল্যাব) মো: মোমেন হোসেন মোল্লা৷