বৃহস্পতিবার ● ১ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » টিআইডি কাপ ক্রিকেটে চট্টগ্রামের ইস্পাহানী ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন
টিআইডি কাপ ক্রিকেটে চট্টগ্রামের ইস্পাহানী ক্রিকেট একাডেমি চ্যাম্পিয়ন
ক্রীড়া প্রতিবেদক :: (১৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৪মি.) পাঁচদিন ব্যাপী অনুষ্ঠিত বিকেএসপি টিআইডি কাপ অনূর্ধ্ব -১৩ ক্রিকেট টুর্নামেন্টে চট্টগ্রাম ইস্পাহানী ক্রিকেট একিাডেমি ৬ উইকেটে খুলনার মোহামেডান ক্রিকেট একাডেমিকে পরাজিত করে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। ২৫ ওভারের ফাইনাল খেলায় খুলনা মোহামেডান টসে জিতে প্রথমে ব্যাট করে ১২৭/৫ রান করে। জবাবে ইস্পাহানী ২৪.৪ ওভারে ১২৮/৪ রান করে জয়ের লক্ষে পৌঁছে যায় । ইস্পাহানীর সাদিকুর রহমান অপরাজিত ৬৫ রান করায় ম্যান অব দ্য ফাইনাল নির্বাচিত হন। আজ বৃহস্পতিবার খেলা শেষে বিকেএসপি’র মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. সামছুর রহমান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে পুরস্কার প্রদান করেন। এ সময় কলেজের অধ্যক্ষ লে. কর্নেল মো. ইমরান ইবনে এ রউফ ও উপ-পরিচালক শামীমা সাত্তার মিমু উপস্থিত ছিলেন।
টুর্নামেন্টে মোট ৮টি দল অংশগ্রহণ করলেও বিকেএসপি’র কোন দল অংশনেয়নি। এ প্রতিযোগিতা থেকে বিকেএসপি ক্রীড়া মেধা সম্পন্ন খেলোয়াড়দের বাছাই করে প্রশিক্ষণের মাধ্যমে মেধাবী ক্রিকেটারদের বিকেএসপি’র দীর্ঘ মেয়াদী প্রশিক্ষণ কার্যক্রমে অন্তর্ভূক্ত করবে।