শনিবার ● ৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » পাবনা » পাকশীর সবুজ চত্তরে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর দশম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ
পাকশীর সবুজ চত্তরে রেলওয়ে নিরাপত্তাবাহিনীর দশম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ
ঈশ্বরদী প্রতিনিধি :: (১৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৪.১৯মি.) রেলওয়ে নিরাপত্তাবাহিনীর দশম ব্যাচের সমাপনী কুচকাওয়াজ আজ শনিবার সকালে পাকশী প্যারেড গ্রাউন্ডে অনুষ্ঠিত হয়। কুচকাওয়াজ শেষে বিভিন্ন বিষয়ের পরীক্ষায় স্থান অধিকারীদের মধ্যে পুরস্কার বিতরনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। এসব অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন, রেল উন্নয়নের রুপকার হিসেবে পরিচিত পশ্চিমাঞ্চলের জিএম খায়রুল আলম। স্বাগত বক্তব্য দেন পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তাবাহিনীর চীফ কমান্ডেন্ট ফাত্তা ভুয়া। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপসচিব ও প্রধান ভুসম্পত্তি কর্মকর্তা ড.আব্দুল মান্নান, প্রধান প্রকৌশলী রমজান আলী, চীফ কমান্ডেন্ট শাহ আলম ভ’ইয়া,সিওপিএস শাহনেওয়াজ, সিএসটিই একেএম আব্দুল্লাহ আল বাকী ও ডিআরএম অসীম কুমার তালুকদার।
কুচকাওয়াজে সালাম গ্রহন শেষে চার এসএস আই ও পঁঞ্চাশ সিপাহীর মধ্যে পদক প্রদান করেন প্রধান অতিথি খায়রুল আলম। ফায়ালিং এ প্রথম স্থান অধিকারী রাহাজ্জামান,ড্রিল পরীক্ষায় প্রথম স্থান অধিকারী আক্তারুজ্জামান,লিখিত পরীক্ষায় প্রথম স্থান অধিকারী নাদিম মোস্তফা ও সর্ব বিষয়ে বিশেষ অবস্থান অর্জনকারী অজয় বিশ্বাসকে চীফ কমান্ডেন্ট পদক প্রদান করা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ে নিরাপত্তাবাহিনীর চীফ কমান্ডেন্ট ফাত্তা ভুয়া প্রধান অতিথি খায়রুল আলমকে বিশেষ সম্মাননা ক্রেস্ট প্রদান করেন। প্রধান অতিথির বক্তব্যে জিএম খায়রুল আলম বলেন, নিরাপত্তাবাহিনী রেলওয়ের একটি পরীক্ষিত সুশৃঙ্খল বাহিনী। এ বাহিনী রেলওয়ের সম্পদ রক্ষা ও যাত্রী নিরাপত্তা প্রদানসহ সরকারের পক্ষে নানাভাভে ভুমিকা পালন করে যাচ্ছে। রেলওয়ের স্বার্থেই বিভিন্ন সুযোগ সুবিধা বৃদ্ধিও মাধ্যমে এ বাহিনীকে আরও অপগ্রেড করা জরুরি। তিনি পাকশী ট্রেনিং গ্রাউন্ড ও একাডেমিক ভবন নির্মানেরও আশ্বাস দেন।