বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরে পৌর নির্বাচনে ভাই-ভাইয়ে লড়াই
গাজীপুরে পৌর নির্বাচনে ভাই-ভাইয়ে লড়াই
মুহাম্মদ আতিকুর রহমান আতিক, গাজীপুর প্রতিনিধি::
গাজীপুরের শ্রীপুর পৌর নির্বাচনে একই দলের দুই প্রার্থী মেয়র পদে প্রতিযোগিতা করছেন মামাতো-ফুফাতো ভাই এবং দুই ওয়ার্ডে কাউন্সিলর পদে চার চাচাতো-জেঠাতো ভাই এবার ভোটের মাঠে রয়েছেন৷ এতে যেমন দলীয় কর্মীরা বিপাকে পড়েছেন তেমনি স্থানীয় ভোটারদের মধ্যে বেশ কৌতূহল দেখা গেছে৷ এছাড়া নির্বাচনে বিএনপি সমর্থিত প্রার্থী মোহাম্মদ শহীদুল্লাহ শহীদ ও জাসদ সমর্থিত প্রার্থী আবুল কাশেম নির্বাচনী মাঠে প্রচারণায় রয়েছেন৷
শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের সদস্য ও সাবেক ছাত্রনেতা আ. লীগের বিদ্রোহী মেয়র প্রার্থী আহসান উল্লাহ বলেন, আওয়ামী লীগ থেকে মেয়র পদে মামাতো ভাই আনিছুর রহমান মনোনয়ন পেলেও স্বতন্ত্র প্রার্থী (আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী) হয়ে মাঠে নেমেছি৷ আমি দল থেকে মনোনয়ন চাইনি৷ তবে পৌর নির্বাচনে অংশ গ্রহণের ঘোষণা দিয়ে আমি আগে থেকেই মাঠে নেমেছি৷ আমি পৌরবাসীকে কথা দিয়েছি মেয়র হয়ে তাদের সঙ্গে নিয়ে কাজ করবো, আধুনিক পরিকল্পিত পৌরশহর গড়ব৷ পৌরবাসীর কাছে আমি ওয়াদাবদ্ধ৷ আমি তাদের সঙ্গে কথার বরখেলাপ করতে পারবো না৷ তাই আমি নির্বাচনে অংশ নিয়েছি৷
অন্যদিকে গাজীপুর জেলা শ্রমিক লীগের ভারপ্রাপ্ত সভাপতি ও বর্তমান মেয়র আনিছুর রহমান আনিছকে আওয়ামী লীগ থেকে পুনরায় মনোনয়ন দিয়েছেন৷ আনিছুর রহমান বলেন, দলের প্রতি আমার আস্থা ছিল৷ তাই দল সবকিছু বিবেচনা করেই আমাকে প্রার্থী করেছে৷ জয়ের ব্যাপারে আমি শতভাগ আশাবাদী৷ বিএনপি প্রার্থী শহীদুল্লাহ শহীদ বলেন, সুষ্ঠ নির্বাচন ও ভোটার ভোট কেন্দ্রে এসে ভোটাধিকার প্রয়োগ করতে পারলে তিনি নিশ্চিত জয়ী হবেন বলে আশাবাদি৷
অপরদিকে, স্থানীয়দের মাধ্যমে জানা যায়, পৌরসভার ৪ নম্বর ও ৬ নম্বর ওয়ার্ড থেকে চার চাচাতো-জেঠাতো ভাই কাউন্সিলর পদে নির্বাচনে অংশগ্রহণ করছেন৷ তারা হলেন- ৪ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী শ্রীপুর পৌর জাতীয় পাটির্র সভাপতি বর্তমান কাউন্সিলর কামরুজ্জামান মন্ডল ও চাচাতো ভাই শ্রীপুর উপজেলা দলিল লেখক সমিতির সাবেক সাধারণ সম্পাদক আওয়ামী লীগের সমর্থক শাহজাহান মন্ডল৷ ৬ নম্বর ওয়ার্ড থেকে বড় ভাই আওয়ামী লীগ সমর্থক মো. নূরুল হুদা আকন্দ তারা মিয়া ও বিএনপি সমর্থিত বর্তমান কাউন্সিলর ছোট চাচাতো ভাই আইনুল হক আকন্দ৷ চারজনই নিজ নিজ দলের নেতা-কর্মীদের সমর্থন নিয়ে দিনরাত প্রচারণা চালিয়ে যাচ্ছেন৷