শনিবার ● ৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » মির্জাগঞ্জে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
মির্জাগঞ্জে ২০ পিস ইয়াবাসহ গ্রেফতার-২
পটুয়াখালী প্রতিনিধি :: (১৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৩৯মি.) পটুয়াখালীর মির্জাগঞ্জের উত্তর আমড়াগাছিয়া গ্রামের একটি আমবাগানে অভিযান চালিয়ে ইয়াবা ট্যাবলেটসহ মো. বশির সিকদার (৩০) ও মোসাম্মৎ রাশিদা বেগমকে(৪০) গ্রেফতার করেছে পুলিশ। এসময়ে তাদের কাছ থেকে ২০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে আজ ৩ মার্চ শনিবার দুপুরে উত্তর আমড়াগাছিয়া গ্রামে একটি আমবাগানে ইয়াবা ব্যবসায়ী মো. মনিরুল ইসলাম লিটন ও উপজেলার পশ্চিম সুবিদখালী গ্রামের মো. বশির সিকদার ইয়াবা বিক্রিকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মনিরুল ইসলাম লিটন পালিয়ে যায়। এ খবর পেয়ে মনিরুল ইসলাম লিটনের স্ত্রী মোসাম্মৎ রাশিদা বেগম ঘড় থেকে দেশিয় অস্ত্র (ধারালো দাও) নিয়ে পুলিশকে ধাওয়া করে। এর পরে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ(ওসি) মেহেদি হাসানের নেতৃত্বে পুলিশের একটিদল ঘটনাস্থলে গিয়ে ২০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. বশির সিকদার (৩০) ও মোসাম্মৎ রাশিদা বেগম(৪০) কে গ্রেফতার করেন।
এলাকাবাসীরা জানায়, মো. মনিরুল ইসলাম লিটনের স্ত্রী মোসাম্মৎ রাশিদা বেগম ঊর্ধ্বতন পুলিশের এক কর্মকর্তার আত্মীয় পরিচয় দিয়ে এলাকায় মাদক ব্যবসাসহ নানা অপকর্ম করে যাচ্ছে।
এ ব্যাপারে মির্জাগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মেহেদি হাসান সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানান, গ্রেফতারকৃত তাদের বিরুদ্ধে মির্জাগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। এঘটনায় দুইজনকে গ্রেফতার ও দুইজন আসামী পলাতক রয়েছে। বাকী আসামীরদের গ্রেফতারের চেষ্টা চলছে। গ্রেফতারকৃত দু’জনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। তবে মির্জাগঞ্জে মাদকের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।