শনিবার ● ৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » জাতীয় » ড. জাফর ইকবাল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে
ড. জাফর ইকবাল ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে
সিলেট প্রতিনিধি :: (১৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৫মি.) বিশিষ্ট লেখক ও শাবি বিশ্ববিদ্যালয়ের প্রভাষক ড. জাফর ইকবালকে মাথায় ছুরি মেরে আহত করেছে অজ্ঞাতনামা এক যুবক। আহত জাফর ইকবালকে সিলেটের ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে। আজ শনিবার সন্ধ্যা সাতটার দিকে তাকে অপারেশন থিয়েটারে নেওয়া হয়েছে বলে জানা গেছে।
এর আগে সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর মাথার সিটি স্ক্যান করা হয়েছে। ওসমানী হাসপাতালের চিকিৎসকদের কাছ থেকে এমন তথ্য জানা গেছে।
আজ শনিবার ৩ মার্চ বিকাল ৫টা ৪০ মিনিটে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) মুক্তমঞ্চে অনুষ্ঠান চলাকালে দুর্বৃত্তের হামলার শিকার হন তিনি। হাসপাতালে উপস্থিত শাবিপ্রবি’র শিক্ষক ও সাংবাদিকরা এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি নিউরোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ডাক্তার রাশেদুন্নবীর অধীনে চিকিৎসাধীন আছেন বলে সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকম প্রতিনিধিকে জানিয়েছেন হাসপাতালের একজন ইন্টার্ন চিকিৎসক।
এ ঘটনায় হামলাকারী যুবককে সঙ্গে সঙ্গে আটক করে গণধোলাই দিয়েছে শিক্ষার্থীরা। তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে।
আজ বিকেল সাড়ে ৫ টার দিকে শাবি ক্যাম্পাসের মুক্তমঞ্চে ত্রিপল-ই বিভাগের এক অনুষ্ঠান চলাকালে পিছন দিক থেকে অজ্ঞাতনামা এক যুবক তার মাথায় ছুরিকাঘাত করে। আহত অবস্থায় শিক্ষার্থীরা জাফর ইকবালকে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।