রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ড.মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
ড.মুহাম্মদ জাফর ইকবালের উপর হামলার প্রতিবাদে ময়মনসিংহে মানববন্ধন
ময়মনসিংহ অফিস :: (২০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৮মি.) লেখক, শিক্ষাবিদ এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলার প্রতিবাদে ও হামলাকারীদের দ্রুত শাস্তির দাবীতে ময়মনসিংহে মানববন্ধন করেছে জেলা ছাত্রলীগ ও কলেজ শাখা ছাত্রলীগ নেতা-কর্মীরা।
রবিবার ৪ মার্চ বেলা ১১টার দিকে আনন্দ মোহন কলেজের প্রধান ফটকে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধন এ বক্তব্য রাখেন,কলেজ ছাত্রলীগের যুগ্ন আহ্বায়ক শেখ সজল,মাহফুজুল আলম ফাহাদ,ওয়াহিদুল আলম সবুজ প্রমূখ।
এ সময় বক্তারা মুক্তমনা প্রগতিশীল বিজ্ঞান মনস্ক লেখক ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলার তীব্র নিন্দা এবং এ ঘটনায় জড়িতদের আইনের আওতায় এনে দ্রুত বিচার নিশ্চিত করার দাবি জানান।
এদিকে ড. মুহম্মদ জাফর ইকবালের ওপর হামলা প্রতিবাদে ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের উদ্যোগে তাৎক্ষণিক শনিবার সন্ধায় নগরীতে এক বিক্ষোভ মিছিল হয়েছে।
জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর নেতৃত্বে এ মিছিলটি নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে এ হামালার তীব্র নিন্দা এবং ঘটনার সাথে জড়িতেদের গ্রেফতার করে দৃষ্টান্তমুলক শাস্তির দাবি জানান।
উল্লেখ্য,শনিবার বিকেল ৫টা ৪০ মিনিটের দিকে সিলেটে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স ইঞ্জিনিয়ারিং (ইইই) ফেস্টিভ্যালের সমাপনী অনুষ্ঠান চলাকালে অধ্যাপক ড. মুহাম্মদ জাফর ইকবালের ওপর হামলা চালানো হয়।