বুধবার ● ৯ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » গাজিপুর » গাজীপুরের কালীগঞ্জে পাঁচ জয়িতাকে ক্রেস্ট প্রদান
গাজীপুরের কালীগঞ্জে পাঁচ জয়িতাকে ক্রেস্ট প্রদান
গাজীপুর প্রতিনিধি::গাজীপুরের কালীগঞ্জে আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস উপলক্ষে “জয়িতা অন্বেষণে বাংলাদেশ” কার্যক্রমের আওতায় বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী উপজেলার পাঁচ জয়িতাকে পুরস্কৃত করা হয়েছে৷
৮ ডিসেম্বর মঙ্গলবার সন্ধ্যায় কালীগঞ্জ উপজেলার শহীদ ময়েজউদ্দিন অডিটোরিয়ামে শ্রেষ্ঠ জয়িতাদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি৷
কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো. মনিরুজ্জামান এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি এমপি৷ বিশেষ অতিথি হিসেবে উপজেলা পরিষদের চেয়ারম্যান মো মোয়াজ্জেম হোসেন পলাশ, মহিলা ভাইস চেয়ারম্যান শর্মিলী দাস মিলি, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন আক্তার, মহিলাবিষয়ক অফিসার শাহানাজ আক্তার, সমবায় অফিসার নাছিমা শাহীন জাতীয় মহিলার সংস্থা কালীগঞ্জ শাখার চেয়ারম্যান আমিনা আক্তার, কো-অর্ডিনেটর জেসমিন বেগম উপস্থিত ছিলেন৷
মহিলাবিষয়ক অধিদফতর ও মহিলা শিশুবিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে উপজেলা প্রশাসনের সহযোগিতায় অনুষ্ঠানে জয়িতারা উপস্থিত সকলের সঙ্গে তাদের শ্রেষ্ঠত্বের অভিজ্ঞতা বিনিময় করেন৷ পরে বিভিন্ন ক্ষেত্রে সাফল্য অর্জনকারী হিসেবে নাসরিন বেগম, রেহেনা বেগম, রহিমা খাতুন, সুমতি রানী দাস ও ড. অ্যাঞ্জেলা গমেজের হাতে বিশেষ সম্মাননা হিসেবে ক্রেস্ট ও সনদ তুলে দেন প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি৷