রবিবার ● ৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ফাতেমা অপহরণ মামলার আসামী সজীব ত্রিপুরা আটক
ফাতেমা অপহরণ মামলার আসামী সজীব ত্রিপুরা আটক
মাটিরাঙ্গা প্রতিনিধি :: (২০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মি.)
খাগড়াছড়ির গুইমারায় পিস্তল ও গুলিসহ গৃহবধু ফাতেমা বেগম (নয়নলতা ত্রিপুরা) অপহরন মামলার প্রধান আসামী সজীব ত্রিপুরাকে আটক করেছে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। সজীব ত্রিপুরা বাইল্যাছড়ি ২নং রাববার বাগান এলাকার মনোরঞ্জন ত্রিপুরার ছেলে।
নিরাপত্তা বাহিনী সুত্রে জানা গেছে, শনিবার দিবাগত রাত ২ টার দিকে বাইল্যাছড়ি এলাকায় তার নিজ বাড়ীতে অবস্থান করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে সেনাবাহিনী অভিযানের মাধ্যমে তাকে আটক করতে সক্ষম হয়। এ সময় তার বাড়ী তল্লাশী করে তোষকের নীচে কাগজে মোরানো অবস্থায় একটি ২.২ পিস্তল ও ১০ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। আটককৃত সজীব ত্রিপুরা ইউপিডিএফ সমর্থিত পাহাড়ী ছাত্র পরিষদের কর্মী। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। পুলিশের প্রাথমিক জিজ্ঞাাসাবাদে আটককৃত সজীব ত্রিপুরা গৃহবধু ফাতেমা বেগমকে অপহরনের কথা স্বীকার করেছে বলে জানিয়েছেন গুইমারা থানা পুলিশের অফিসার ইনচার্জ মো. সাহাদাত হোসেন টিটো।
প্রসঙ্গত, বিগত ৮ সেপ্টেম্বর ২০১৭ইং (শুক্রবার) ঈদের ছুটি শেষে স্বামীসহ একটি যাত্রীবাহি বাস যোগে চিটাগাং যাবার পথে গুইমারা উপজেলার বাইল্যাছড়ি সাইনবোর্ড এলাকায় বাস থামিয়ে বাসে স্বামীর পাশে বসে থাকা স্ত্রীকে তুলে নিয়ে যায়।