সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » শিক্ষকের বেত্রাঘাত মাদ্রাসা ছাত্রের মৃত্যু : শিক্ষক আটক
শিক্ষকের বেত্রাঘাত মাদ্রাসা ছাত্রের মৃত্যু : শিক্ষক আটক
ময়মনসিংহ অফিস :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.৪৭মি.) ময়মনসিংহের ভালুকায় শিক্ষকের বেত্রাঘাতে হাফিজিয়া মাদ্রাসার এক ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। ঘটনার সাথে জড়িত সন্দেহে ওই মাদ্রাসার প্রধান শিক্ষক এনামূল হক (৩২)কে আটক করেছে পুলিশ।
আজ ৫ মার্চ সোমবার নিহত মাদ্রাসা ছাত্রের লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য মমেক মর্গে প্রেরণ করেছে পুলিশ । তার আগে গতকাল রবিবার দিনগত রাতে উপজেলার জামিরদিয়া মুন্সি বাড়ি ওমর (রাঃ) হাফেজিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসায় এ ঘটনা ঘটে।
পুলিশ ও শিশুটির পারিবারিক সূত্রে জানা যায়, ভালুকা উপজলার পাঁচগাও গ্রামের কয়েস মিয়ার ছেলে কোরআন শরীফে হাফেজ তাওহিদ (১০) উপজেলার জামিরদিয়া মুন্সি বাড়ি ওমর (রাঃ) হাফেজিয়া কিন্ডার গার্ডেন মাদ্রাসা ছাত্র হিসেবে লেখাপড়া করতো। রবিবার দিনগত রাতে ওই মাদ্রাসার শিক্ষক আমিনুল ইসলাম তার ছাত্র তাওহিদকে এলোপাথারী শরিরের বিভিন্ন অংশে বেত্রাঘাত করলে সে গুরুতর আহত হয় । পরে আহত অবস্থায় তাওহিদকে প্রথমে ভালুকা পরে চুরখাই কমিউনিটি বেসড মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু রবিবার রাতেই তাওহিদের অবস্থার চরম অরনতি হলে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে মৃত্যু হয়।