সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » গুনীজন » ৬ তরুণের সাড়ে ৬ লাখ টাকায় কেনা ২০ শতক জমিতে ‘বঙ্গবন্ধু’র নামে বাজার
৬ তরুণের সাড়ে ৬ লাখ টাকায় কেনা ২০ শতক জমিতে ‘বঙ্গবন্ধু’র নামে বাজার
ময়মনসিংহ অফিস :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.২৪মি.) ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় বঙ্গবন্ধু প্রেমিক ৬ তরুণের ৬ লাখ ৪০ হাজার টাকায় কেনা ২০ শতক জমিতে ‘বঙ্গবন্ধু’র নামে একটি বাজারের নামকরণ করে গতকল ৪ মার্চ রবিবার ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
স্থানীয় এরাকাবাসি সূত্রে জানা যায়, গৌরীপুর উপজেলার সহনাটি ইউনিয়নের গিধাউষা সরিষাহাটি মোড় এলাকায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাজারের নামকরণ করার জন্য ‘বঙ্গবন্ধু প্রেমিক’ এলাকার শফিকুল ইসলাম লিটন, কামরুল হাসান, আব্দুল মজিত, ফক্কর উদ্দিন খান, মোখলেছুর রহমান ও শফিকুল ইসলাম কাহারুল ওই ছয় বন্ধু মিলে ৬ লাখ ৪০ হাজার টাকা দিয়ে ২০ শতক জমি এলাকার কৃষকদের কাছ থেকে ক্রয় করেন। তরুণ ছয় বন্ধুর একান্ত ইচ্ছায় পরে ‘বঙ্গবন্ধু’র নামে বাজারের নামকরণ করে তা দান করেন তারা। ইতোমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষে ময়মনসিংহ জেলা প্রশাসকের নামে উক্ত জমির দলিল সম্পাদন করা হয়ে গেছে।
এদিকে রবিবার ৪ মার্চ ‘বঙ্গবন্ধু বাজার’ এর ভিত্তি প্রস্তর স্থাপন করেছেন স্থানীয় সংসদ সদস্য বীরমুক্তিযোদ্ধা নাজিম উদ্দিন আহমেদ।
এ উপলক্ষ্যে আয়োজিত এক আলোচনা সভায় ওই সময় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বাবু বিধু ভূষণ দাস, ইউপি চেয়ারম্যান আব্দুল মান্নান, রমিজ উদ্দিন স্বপন, সহনাটি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রুহি দাস আর্চায্য, সাধারণ সম্পাদক মোশারফ হোসেন, বঙ্গবন্ধু বাজার কমিটির সাধারণ সম্পাদক কামরুল হাসান, গৌরীপুর সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি নজরুল ইসলাম, যুবলীগ নেতা নাজমুল হাছান ডালাছ ও ছাত্রলীগ নেতা আশরাফুজ্জামান গোলাপ প্রমুখ।
‘বঙ্গবন্ধু বাজার’ কমিটির সভাপতি শফিকুল ইসলাম লিটন জানান, ৬ বন্ধু মিলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামে বাজারের নামকরণ করতে গিয়ে যারা সহযোগিতা করেছেন তাদের সকলের কাছে আমরা কতেজ্ঞ। সমাজের সকলের কাছে দোয়া চাইছি বাজারটি যেন সুন্দর ভাবে প্রতিষ্ঠা করতে পারি।