সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » করোনা আপডেট » ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০১৮ উপলক্ষে প্রাথমিক দন্ত চিকিৎসকদের সংবাদ সম্মেলন কাল
ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০১৮ উপলক্ষে প্রাথমিক দন্ত চিকিৎসকদের সংবাদ সম্মেলন কাল
চট্টগ্র্রাম প্রতিনিধি :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৩৭মি.) আগামীকাল ৬ মার্চ ২০১৮ জাতিসংঘ স্বীকৃত ও ঘোষিত ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে। এ দিবসটি বিশ্বের কোটি কোটি মানুষের পাশাপাশি দন্ত চিকিৎসকদের জন্য একটি গুরুত্ব পূর্ণ দিন। এই দিবসটি যথা যোগ্য মর্যাদায় ও আড়ম্বরে বিশ্বের বিভিন্ন দেশে পালন করা হয়। আমাদের দেশেও সরকারি পর্যায়ে নানা কর্মসূচীর মধ্যদিয়ে দিবসটি পালিত হয়। সরকারের পাশাপাশি বিভিন্ন স্বাস্থ্যসেবা মূলক সংগঠন ও স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠান দিবসটি পালন করে আসছে। ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে-২০১৮ উদ্যাপন উপলক্ষে আগামীকাল ৬ মার্চ দুপুর ১২ টায় চট্টগ্রাম প্রেস ক্লাবের সংবাদ সম্মেলন কক্ষে- ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে এর প্রতিপাদ্য এবং প্রাথমিক দন্ত চিকিৎসকদের স্বীকৃতি আদায়ের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। এছাড়াও সংবাদ সম্মেলন শেষে ওয়ার্ল্ড ডেন্টিস্ট ডে উপলক্ষে চট্টগ্রাম প্রেস ক্লাব চত্ত্বর থেকে চেরাগী মোড় পর্যন্ত শোভাযাত্রা অনুষ্ঠিত হবে।