সোমবার ● ৫ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » বিকেএসপি’র ক্ষুদে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলছে
বিকেএসপি’র ক্ষুদে খেলোয়াড় বাছাই কার্যক্রম চলছে
ক্রীড়া প্রতিবেদক :: (২১ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.৫৩মি.) প্রথমবারের মতো অনলাইন নিবন্ধন প্রক্রিয়ার মধ্য দিয়ে চলছে বিকেএসপি’র খেলোয়াড় বাছাই কার্যক্রম-২০১৮ । আজ ঠাকুরগাঁও, বরিশাল, রাজবাড়ী ও সুনামগঞ্জ জেলার জেলা স্টেডিয়াম গুলোতে ছিল এ বাছই কার্যক্রম। চারটি জেলাতেই সকাল থেকে খেলোয়াড়দের উপস্থিতি লক্ষ্য করা যায়। সকলেই বিকেএসপি’র প্রশিক্ষণ ক্যাম্পে সুযোগ পেতে ছিল মরিয়া। ঠাকুরগাঁও জেলায় ৩০১ জন, বরিশাল জেলায় ১৪৯ জন, সুনামগঞ্জ জেলায় ১৪২ জন ও রাজবাড়ী জেলায় ৭৫ জন পরীক্ষার্থী অংশ নিয়েছিল । চার জেলায় পরীক্ষার্থীর মোট উপস্থিতি ছিল ৬৬৭ জন।
সারা দেশ থেকে এক হাজার জনকে প্রাথমিক ভাবে নির্বাচন করে প্রথমে এক মাসের প্রশিক্ষণ দেয়া হব। এরপর এ এক হাজার জনের মধ্য থেকে চারশ জনকে নির্বাচিত করা হব। এর মধ্য থেকে দু’শ জনকে নিয়ে প্রথমে ২মাস মেয়াদি একটি ক্যাম্প ও পরের দু’শ জনকে নিয়ে দু মাস মেয়াদি আরেকটি ক্যাম্প অনুষ্ঠিত হবে। পরবর্তীতে এ দু’টি প্রশিক্ষণ ক্যাম্প থেকে নির্বাচিত অধিকতর ক্রীড়া মেধাসম্পন্ন খেলোয়াড়দেরকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কার্যক্রমে অগ্রাধীকার দেয়া হবে। ২০১৮ এর ভর্তি প্রক্রিয়ায় এ প্রকল্প থেকে মোট ভর্তিকৃত প্রশিক্ষণার্থীর শতকরা ৮০ ভাগেরও বেশি খেলোয়াড়দেরকে বিকেএসপি’র দীর্ঘমেয়াদি প্রশিক্ষণ কর্যক্রমে ভর্তি করা হয় ।
উল্লেখ্য সরকার ক্রীড়ার মান উন্নয়নের লক্ষে বিকেএসপি কর্তৃক বাস্তবায়নযোগ্য প্রকল্প “তৃণমূল পর্যায়ে ক্রীড়া প্রতিভা অন্বেষণ ও নিবিড় প্রশিক্ষণ কর্যক্রম ২০১৮ ’’ এর জেলা পর্যায়ের প্রাথমিক বাছাই পরীক্ষা চলছে। আগামী ২২ মার্চ পর্যন্ত নির্দিষ্ট দিনে অবশিষ্ট্য জেলা সমূহে প্রতিভা অন্বেষণ কার্যক্রম পরিচালিত হবে।
আগামীকাল ৬ মার্চ দিনাজপুর, ঝালকাঠি, ফরিদপুর ও সিলেট জেলায় বিকেএসপি’র প্রতিভা অন্বেষণের কার্যক্রম অনুষ্ঠিত হবে।