মঙ্গলবার ● ৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » নান্দাইল ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত: আহত ২
নান্দাইল ট্রাকের ধাক্কায় স্কুলছাত্রী নিহত: আহত ২
নান্দাইল (ময়মনসিংহ) প্রতিনিধি :: (২২ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪০মি.) ময়মনসিংহের নান্দাইলে স্কুলে আসার পথে ট্রাকের ধাক্কায় ইজি বাইক উল্টে বাইকের যাত্রী এক স্কুলছাত্রী ঘটনাস্থলেই নিহত এবং অপর দুই স্কুলছাত্রী গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
মঙ্গলবার ৬মার্চ সকাল সাড়ে ৭টার দিকে ময়মনসিংহ-কিশোরগঞ্জ মহাসড়কের নান্দাইল পৌরএলাকার লিলুর বাপের বাড়ির সামনে এ দূর্ঘটনা ঘটে।
স্থানীয়রা জানান, মঙ্গলবার সকাল সাড়ে ৭টার দিকে ওই স্থানে নান্দাইলগামী একটি ইজি বাইককে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী এটি ট্রাক ধাক্কা দিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায় এবং ইজিবাইকটি উল্টে চূর্ণ-বিচূর্ণ হয়ে যায়।এ সময় বাইকযাত্রী নান্দাইল পাইলট উচ্চ বালিকা বিদ্যালয়ের তিন ছাত্রী গুরুতর আহত হলে তাদের ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে অষ্টম শ্রেণির ছাত্রী সোনিয়া (১৩)’র মৃত্যু হয়। গুরুতর আহত বাকী ২ স্কুল ছাত্রীকে মমেক হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত সোনিয়া নান্দাইলের ভাটি সাভার দক্ষিণ গ্রামের খোকনের মেয়ে।
নান্দাইল মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) সরদার মো. ইউনুস আলী এ হতাহতের বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে রাস্তার পাশে খাদে ট্রাকটি পাওয়া গেলেও চালক পালিয়ে গেছে।এ ঘটনায় নান্দাইল থানায় মামলা দায়ের করা হবে।