শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » কৃষি » বিলাইছড়িতে আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা
বিলাইছড়িতে আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা
সুব্রত দেওয়ান, বিলাইছড়ি প্রতিনিধি:: রাঙামাটির বিলাইছড়ি উপজেলার আমতলী পাড়ায় ১০ ডিসেম্বর বৃহস্পতিবার বিকাল ৪টায় স্থানীয় এনজিও সংস্থা সিআইপিডি’র উদ্যোগে আইন ও মানবাধিকার বিষয়ক সচেতনতা সভা আয়োজন করা হয়েছে ৷ এতে সভাপতিত্ব করেন বিলাইছড়ি ইউপি চেয়ারম্যান সুনীল কান্তি দেওয়ান ৷ সভায় আইন ও মানবাধিকার বিষয়ক প্রবন্ধ উপস্থাপন করেন রাঙামাটি চীপ জডিশিয়াল ম্যাজিস্ট্রেট অদালতের এ্যাডভোকেট উজ্জল তঞ্চগ্যা৷ বক্তব্য রাখেন সংস্থার প্রকল্প সমন্বয়ক দয়াল কান্তি চাকমা, উপজেলা প্রেস ক্লাব সহ-সাধারন সম্পাদক সুব্রত দেওয়ান৷ সভায় উপস্থিত ছিলেন সংস্থার কমিউনিটি মবিলাইজার সুজন কুমার তঞ্চগ্যা, মঞ্জু রানী দেওয়ান,এবং অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন পাড়ার কার্বারী শুভময় চাকমা,শুভদিন চাকমা প্রমূখ৷ সভায় সংস্থার প্রকল্প সমন্বয়ক দয়াল কান্তি চাকমা জানান, প্রকল্পের আওতাধীন এলাকা সমূহের সুফলভোগীদের মাঝে আইন বিষয়ে সচেতনতা তৈরির মাধ্যমে সমাজে বাল্য বিবাহ রোধ, সামাজিক অপরাধ প্রবনতা কমানো এবং মানবাধিকার প্রতিষ্ঠার উদেশ্যে সংস্থা এ উদ্যোগ গ্রহন করেছে ৷