শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » আলীকদমের বিশ্ব মানবাধিকার দিবস পালিত
আলীকদমের বিশ্ব মানবাধিকার দিবস পালিত
আলীকদম (বান্দরবান) প্রতিনিধি::”আমাদের অধিকার, আমাদের স্বাধীনতা, সর্বদা” এই প্রতিপাদ্য নিয়ে আলীকদম উপজেলায় বেসরকারী উন্নয়ন সংস্থা গ্রীন হিলের উদ্যোগে পালিত হয়েছে বিশ্ব মানবাধিকার দিবস-২০১৫৷ এ উপলক্ষে ১০ ডিসেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১০ ঘটিকার এক বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলার গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে বঙ্গবন্ধু মুক্ত মঞ্চে শেষ হয়৷ পরে মঞ্চে এক সংক্ষিপ্ত আলোচনা সভার আয়োজন করা হয়৷
গ্রীন হিল কর্মী মংছিংপ্রু মার্মা’র সঞ্চালনায় আইনজীবী দর্শন চাকমা’র সভাপতিত্বে আলোচনায় প্রধান অতিথি ছিলেন বান্দরবান জেলা মানবাধিকার ইউনিট শাখা সাধারণ সম্পাদক মো. মমতাজ উদ্দিন আহমদ৷ স্বাগত ব্যক্তব্য রাখেন, গ্রীন হিল এলাকা সমন্বয়কারী কুশল চাকমা৷
সভায় বক্তারা বলেন, আইনের কাছে নারী-পুরম্নষ, ধনী-গরীব সকলেই সমান অধিকার আছে৷ নির্যাতিত মানুষই অধিকার সুরক্ষায় মানবাধিকার কর্মীরা এ দিবসটি পালন করে আসছে ৷