শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » খেলা » নানিয়ারচর উপজেলায় দাবা প্রতিযোগিতা
নানিয়ারচর উপজেলায় দাবা প্রতিযোগিতা
ক্রীড়া প্রতিবেদক :: (২৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৭.০৭মি.) রাঙামাটি জেলা ক্রীড়া অফিসের আয়োজনে গতকাল ৮ মার্চ নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ে নানিয়ারচর উপজেলার স্কুল ছাত্র-ছাত্রীদের অংশ গ্রহনে সকাল থেকে শুরু করে এক দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতার খেলায় ৩টি শিক্ষা প্রতিষ্ঠানের মোট ১৬ জন ছাত্র-ছাত্রী অংশ গ্রহন করেছে ।৬ষ্ঠ থেকে ৮ম শ্রেণী পর্যন্ত বালক- বালিকা জুনিয়র গ্রুপ এবং ৯ম ও ১০ম শ্রেণী পর্যন্ত বালক-বালিকা সিনিয়র গ্রুপে বিভক্ত করে মোট ৪টি গ্রুপের খেলায় স্কুল পর্যায়ে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এতে জুনিয়র বালক দলের মহাপূরম উচ্চ বিদ্যালয়ের বামুনি চাকমা ও বালিকা দলের রেখা চাকমা এবং সিনিয়র বালক দলের বেতছড়ি জেলারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের নিশান্ত চাকমা ও বালিকা দলের মহাপূরম উচ্চ বিদ্যালয়ের শুভাষী চাকমা- চ্যাম্পিয়ন পুরস্কার লাভ করেছে। জুনিয়র বালক দলের নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের পলেন চাকমা ও বালিকা দলের আশুরা ইয়াসমিন এবং সিনিয়র বালক দলের মহাপূরম উচ্চ বিদ্যালয়ের শুভাশীষ চাকমা ও সিনিয়র বালিকা দলের নানিয়ারচর মডেল উচ্চ বিদ্যালয়ের ঝর্ণা চাকমা- রানার্স-আপ পুরস্কার লাভ করেছে।
প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হয়ে উপস্থিত থেকে রাঙামাটি পার্বত্য জেলা পরিষদের সদস্য ও ক্রীড়া বিষয়ক আহ্বায়ক ত্রিদীব কান্তি দাশ বিজয়ী প্রতিযোগীদেরকে পুরস্কার বিতরন করেছেন।নানিয়ারচর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অঙ্গদ চাকমা সভাপতিত্বে জেলা ক্রীড়া কর্মকর্ত বপন কিশোর চাকমা, বেতছড়ি জেনারেল ওসমানী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনিল বিকাশ খীসা,স্কুল ম্যানেজিং কমিটির সদস্যবৃন্দ এবং স্থানীয় আওয়ামিলীগের গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন।