শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » তথ্যপ্রযুক্তি » ময়মনসিংহে বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ৪ কর্মকর্তা
ময়মনসিংহে বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেলেন ৪ কর্মকর্তা
ময়মনসিংহ অফিস :: (২৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৪ মি.) ময়মনসিংহে প্রশাসনিক দক্ষতায় সন্তোষজনক কাজের স্বীকৃতি স্বরূপ বিভাগীয় শুদ্ধাচার পুরস্কার পেয়েছেন চার প্রশাসনিক কর্মকর্তা।
সুখী সমৃদ্ধ সোনার বাংলা গড়ার প্রত্যয়ে এবং রাষ্ট্রীয় প্রতষ্ঠান ও সমাজে সুশাসন প্রতিষ্ঠার লক্ষ্যে পেশাগত জ্ঞান ও দক্ষতা ’ অর্থাৎ সততা উদ্ভাবন, ই-ফাইলিং, সোসাল মিডিয়া ব্যাবহার, অভিযোগ প্রতিকারে সহযোগিতাসহ শুদ্ধাচার চর্চা বিষয়ক বিভিন্ন সন্তোষজনক অর্জনের স্বীকৃতি স্বরূপ ময়মনসিংহের ফুলপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী, গফরগাঁও উপজেলা নির্বাহী কর্মকর্তা ডা. শামীম রহমান, পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা নমিতা দে ও বিভাগীয় কমিশনার কার্যালয়ের সিনিয়র সহকারী কমিশনার নুসরাত জাহানকে শুদ্ধাচার পুরস্কার ২০১৮ প্রদান করা হয়।
শুক্রবার ৯ মার্চ দুপুরে ময়মনসিংহের বিভাগীয় কার্যালয়ে অনুষ্ঠিত ডিজিটাল উদ্ভাবনী মেলায় সন্তোষজনক কাজের স্বীকৃতিস্বরূপ চার কর্মকর্তার হাতে ওই পুরস্কার তুলে দেয়া হয়।
ময়মনসিংহের বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
বিশেষ অতিথি ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি মন্ত্রণালয়ের আইসিটি অনুবিভাগের অতিরিক্ত সচিব মোঃ রাশেদুল ইসলাম, ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, ময়মনসিংহের জেলা প্রশাসক মোঃ খলিলুর রহমান, নেত্রকোনার জেলা প্রশাসক ড. মোঃ মুশফিকুর রহমান, জামালপুর জেলা প্রশাসক আহমেদ কবীর, শেরপুর জেলা প্রশাসক ড. মল্লিক আনোয়ার হোসেন।
তার আগে নগরীর সার্কিট হাউজ জিমনেশিয়ামে বিভাগীয় ডিজিটাল উদ্ভাবনী মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের ভারপ্রাপ্ত সচিব সাজ্জাদুল হাসান।
এসময় আরও উপস্থিত ছিলেন পুলিশের ময়মনসিংহ রেঞ্জের ডিআইজি নিবাস চন্দ্র মাঝি, জেলা প্রশাসক খলিলুর রহমান প্রমুখ।