শুক্রবার ● ৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা পরিচালিত র্ধমীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা পরিচালিত র্ধমীয় বৃত্তি পরীক্ষা সম্পন্ন
চট্টগ্রাম প্রতিনিধি :: (২৫ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.২১মি.) বাংলাদেশের বৌদ্ধ সমাজ উন্নয়নের নিবেদিত স্বেচ্ছাসেবী জাতীয় সংগঠন আন্তর্জাতিক বৌদ্ধ উন্নয়ন সংস্থা বাংলাদেশ র্কতৃক পরিচালিত উপসংঘরাজ ধর্মরক্ষিত ও ড. জিনবোধি বৌদ্ধ ধর্মীয় বার্ষিক বৃত্তি পরীক্ষা ২০১৭ আজ ৯ মার্চ দুপুরে নগরীর বৌদ্ধ মন্দির সড়কস্থ সরকারী ন্যাশনাল প্রাইমারী স্কুলে অনুষ্ঠিত হয়।
এবারের বৃত্তি পরীক্ষায় চট্টগ্রাম মহানগরীসহ বিভিন্ন উপজেলাধীন পঞ্চাষার্ধো শিক্ষা প্রতিষ্ঠানের ৩ শতাধিক ছাত্রছাত্রী অংশগ্রহণ কর। পরীক্ষায় সরকারী-বেসরকারী পদস্থ কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবী নেতৃবৃন্দ এবং শিক্ষাবিদগণ পরীক্ষা পরিদর্শন করনে । পরীক্ষা পরর্দিশন কালে উপস্থিত ছিলেন চ.বি. অধ্যাপক ড. জনিবোধি ভক্ষিু, অধ্যাপক ড. কুন্তল বড়ুয়া, সাংবাদকি কাঞ্চন মহাজন,স.ম. জয়িাউর রহমান, ডা. মো. জামাল উদ্দীন, এ্যাডভোকটে তুষার মুৎসুদ্দী ও সাংবাদকি রাজু বড়ুয়া।
হল র্পযাবক্ষেক ছিলেন শক্ষিাকা দীপকিা বড়ুয়া, শক্ষিাকা চম্পা বড়ুয়া, অমতি বড়ুয়া, মুদতিারন্ত শ্রামন,শুভ বড়ুয়া দপ্তি, শ্রমণ প্রিয়শীল ,সুপায়ন বড়ুয়া ও স্টালনি সরকার।
সংগঠনের চেয়ারম্যান জে.বি.এস আনন্দবোধি ভিক্ষু পরিদর্শন কালে অতিথিদের শুভচ্ছো জানান ।
এই সময় তারা বলেন, ছাত্র ছাত্রীদরে পাঠ্য শুশির শিক্ষার বাইরে র্ধমীয় শিক্ষাও আগ্রহী করে তুলতে হবে । ছাত্র ছাত্রীদরে মধো বিকাশ ও র্ধমীয় মূল্যবোধ সম্পন্ন উন্নত জীবন গঠনে এই বৃত্তি পরক্ষিা অনুপ্ররেণা যোগাবে ।