শনিবার ● ১০ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » ৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন শিক্ষক ফয়জুল ইসলাম
৩৫ বছরের শিক্ষকতা জীবনের ইতি টানলেন শিক্ষক ফয়জুল ইসলাম
লংগদু প্রতিনিধি :: (২৬ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৩৩মি.) রাঙামাটি জেলার লংগদু উপজেলায় গতকাল ১০ মার্চ শুক্রবার শিক্ষকতা তাঁর পেশায় স্বজ্জন গুণী শিক্ষক হিসেবে সমাদৃত ফয়জুল ইসলাম একজন ক্রীড়া সংগঠক হিসেবেও সর্বত্র ব্যাপক পরিচিত। লংগদু উপজেলার ৫নং ভাসান্যাদম ইউনিয়নের চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে একাধারে ৩৫ বছর শিক্ষক হিসেবে যোগদান করেছিলেন শিক্ষকতা করেছেন।
এ দীর্ঘ সময়ে সেখানে হাজারও ছাত্র-ছাত্রীর জীবনের শুরুতে পাঠ্য শিক্ষা দিয়েছেন তিনি। মানুষ হিসেবে গড়ে ওঠার মন্ত্রে উজ্জীবিত করেছেন শিক্ষার্থীদের। তাঁর ছাত্র-ছাত্রীদের অনেকেই আজ দেশে সরকারী বেসরকারী পর্যায়ে সু প্রতিষ্ঠিত। শুধু তাই নয়, যে বিদ্যালয়ে জীবন প্রথমবার থেকে এক মুহুর্তের জন্যে কোথাও বদলী হতে হয়নি তাঁকে। এলাকাবাসীর ভালোবাসা যেমন তাকে আঁকড়ে ধরে রেখেছে, ঠিক তেমনি তিনিও নিজের সম্পৃক্ততায় গড়া এ বিদ্যালয়ের মালা ছেড়ে যেতে পারেননি। অবশ্য এ ক্ষেত্রে তাঁর দায়িত্ববোধ, সততা, আন্তরিকতা আর ছাত্র-ছাত্রীদের প্রতি নির্মোহ ভালোবাসা সবচেয়ে বেশী ভূমিকা রেখেছে। এক সময় বাঁশ বেড়ার স্কুল ছিলো। সে সময় অন্যান্যদের সঙ্গে তিনিও নিজের ঘাম-শ্রম বিলিয়ে এই বিদ্যালয়ে গড়তে সহযোগিতা করেন অকুন্ঠচিত্তে। এজন্য এলাকার সকল মানুষের কাছে তিনি অনেক ভালবাসা ও শ্রদ্ধার পাত্র। ‘ফয়েজ মাষ্টার’ হিসেবে সমধিক পরিচিত এই কীর্তিমানকে আজ শুক্রবার সংবর্ধনা দেওয়া হয়। তার শিক্ষকতা জীবনের সমাপ্তিতে স্কুল কর্তৃপক্ষ, পুরাতন ছাত্রছাত্রী এবং এলাকাবাসী তাঁকে সম্মাননা জানান।
১৯৮৩ সালের তিনি চাইল্যাতলী সরকারী প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষক হিসেবে যোগদান করেন। আর চলতি বছরের ৭ই মার্চ তিনি অবসর গ্রহণ করেন। এরপর পুরাতন ছাত্র ফোরাম, বিদ্যালয় ম্যানেজিং কমিটি এবং গুণমুগ্ধ এলাকাবাসী তাঁকে বিদায় সংবর্ধনা প্রদানের উদ্যোগে নেন। সর্বোপরি তিনি একজন সফল মানুষ, সফল শিক্ষক। আজকের এই বিদায় লগ্নে শুভ কামনা রইল।
এদিকে এ শিক্ষকের বিদায় উপলক্ষে এলাকাবাসী প্রাক্তন ছাত্রছাত্রী ও ম্যানেজিং কমিটি তাঁকে আবেগঘন পরিবেশে অশ্রুজলে বিদায় জানিয়েছে।
অনুষ্ঠানের শুরুতে কোরআন তেলাওয়াত ও ট্রিপটক পাঠ করা হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজনগর জোনের জোন কমান্ডার লেঃ কর্নেল এম এম গোলাম মোহায়মেন পিএসসিজি। বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি জেলা পরিষদ সদস্য মো. জানে আলম,লংগদু উপজেলা আওয়ামী লীগের সভাপতি আঃ বারেক সরকার ,বিদ্যালয়ের প্রাপ্তন ছাত্র ও রাঙামাটি জেলা যুবলীগের সাধারন সম্পাদক নুর মোহাম্মদ কাজল,বিদ্যালয় প্রতিষ্ঠাতা সভাপতি সরদার ইদ্রিস আলী,স্থানীয় ইউপি সদস্য ইসমাইল হোসেন ও রফিকুল ইসলাম । স্বাগত বক্তব্য রাখেন বিদ্যালয়ের কৃতিছাত্র নুর মোহাম্মদ।
বিদায়ী শিক্ষকের উদ্দেশ্যে মানপত্র পাঠ করেন বিদ্যালয়ের ছাত্রী কামরুন নেছা উর্মী। অনুষ্ঠান শেষে প্রতিষ্ঠান ও বিভিন্ন ব্যাক্তির পক্ষ থেকে বিভিন্ন উপহার সামগ্রী ও ক্রেস্ট দিয়ে বিদায়ী শিক্ষকে সম্মাননা জানানো হয়।
বক্তারা ফয়জুল ইসলামের শিক্ষকতা জীবনের বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেন এবং বলেন একাধারে ৩৫ বছর একটি বিদ্যালয়ে শিক্ষকতা করে তিনি নজির স্থাপন করেছেন। বিদ্যালয়ের প্রতিষ্ঠা থেকে শুরু করে আজকের অবস্থান পর্যন্ত প্রতিটি পর্যায়ে এই শিক্ষকের রয়েছে অসামান্য অবদান। যা এলাকাবাসী কৃতজ্ঞতার সঙ্গে স্মরন রাখবে। তারা ফয়জুল ইসলাম স্যারের সু স্বাস্থ্য ও দীর্ঘায়ূ কামনা করেন।