রবিবার ● ১১ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » প্রিয় রাঙামাটি পরিবারের ৩য় বর্ষে পদার্পণ
প্রিয় রাঙামাটি পরিবারের ৩য় বর্ষে পদার্পণ
মো. আবদুল নাঈম মোহন, ষ্টাফ রিপোর্টার :: (২৭ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.৫২মি.) বিভিন্ন আয়োজনের মধ্যে দিয়ে আলোকিত আগামীর প্রত্যয়ে সৃষ্ট সামাজিক স্বেচ্ছাসেবী ও অরাজনৈতিক সংগঠন “প্রিয় রাঙামাটি” পরিবার এর ২ য় বর্ষপূর্তি উদর্যাপিত হয়েছে। গতকাল ৯ মার্চ শুক্রবার সকালে প্যানেল মেয়র জামাল উদ্দিনের উদ্ভোধনের মাধ্যমে চারুকলা একাডেমি থেকে জেলা প্রশাসক এর কার্যালয় পর্যন্ত এক বর্ণাঢ্য শোভাযাত্রারর মধ্যে দিয়ে শুরু হয় বর্ষপূর্তি উদর্যাপন। বিকালে আলোচনা সভা দিয়ে উদ্ভোধন হয় ২য় অধিবেশন এর। এতে সম্মাননা প্রদান করা হয় কৃতি স্বেচ্ছাসেবীদের। আলোচনা সভার পর কেক কেটে শুরু হয় বিভিন্ন সামাজিক সংগঠনের শুভেচ্ছা বিনিময় ও সাংস্কৃতিক সন্ধ্যার। সাংস্কৃতিক সন্ধ্যায় ছিলো মুখরিত আয়োজন। যেখানে পরিবেশনায় ছিলেন, উদিয়মান তরুণ শিল্পি অন্দিলা তিথী, উম্মে হাবিবা মুনা, তিশা দেওয়ান, প্রীথম ও সাইক্লোন ব্যান্ডদল। এছাড়াও বিশেষ আকর্ষণ হিসেবে ছিলেন চট্রগ্রাম থেকে আগত বাহার উদ্দিন রায়হান। আলোচনা সভায় সংগঠনের প্রতিষ্ঠাতা ও সাধারণ সম্পাদক ফাতেমাতুজ জোহরা রেশমি এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পার্বত্য চট্রগ্রাম বিষয়ক মন্ত্রানালয় এর সাবেক প্রতিমন্ত্রী দীপংকর তালুকদার, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাঙামাটি পৌরসভার মেয়র আকবর হোসেন চৌধুরি। প্রিয় রাঙামাটির কার্যক্রম যেন সর্বত্র ছড়িয়ে পড়ে প্রধান অতিথি দিপংকর তালুকদার বক্তব্য সে অভিপ্রায় প্রকাশ করেন। এছাড়াও বিশেষ অতিথির বক্তব্য মেয়র আকবর হোসেন চৌধুরি বলেন বর্তমান সময়ে সামাজিক সংগঠন সমূহের কার্যক্রম চোখে পড়ার মত এবং এ ধারা অব্যহত রাখার চেষ্টা চালিয়ে যেতে বলেন। পরবর্তিতে সভার সভাপতির বক্তব্য ফাতেমা তুজ জোহরা রেশমী সামাজিক কার্যক্রম উপজেলা ভিত্তিক ছড়িয়ে দিতে সকল সামাজিক সংগঠনের প্রতি আহবান জানান। সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন “প্রিয় রাঙামাটি” প্রতিষ্ঠাতা ও সভাপতি নূর তালুকদার মুন্না। এছাড়া আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন সংগঠনের ভারপ্রাপ্ত সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন সিকদার, সদস্য মোবারক হোসেন রানা, উপজেলা শাখা থেকে বক্তব্য প্রধান করেন মো. আসাদুজ্জামান ও মাহামুদুল হাসান সোহাগ প্রমুখ।