শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » অপরাধ » নাটোরে সেনাবাহীনিতে লোক নিয়োগের নামে দালালী: আটক ৪
নাটোরে সেনাবাহীনিতে লোক নিয়োগের নামে দালালী: আটক ৪
আব্দুল মজিদ, নাটোর প্রতিনিধি:: নাটোরের বাগাতিপাড়ায় সেনাবাহিনীতে লোক নিয়োগের দালাল চক্রের চারজনকে পুলিশ আটক করে৷ বাগাতিপাড়া উপজেলার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট এলাকা থেকে বুধবার তাদের আটক করা হয়৷ আটককৃতরা হলো নওগাঁ জেলার পোরশা থানার গুন্দইল গ্রামের আব্দুল কাশেমের ছেলে আরশাদ আলী (৪৭), নওগাঁ সদর থানা মাখনা গ্রামের আফজাল হোসেনের ছেলে এমদাদুল হক (৪২) একই থানার খাস গ্রামের জসিম উদ্দিনের ছেলে মুনসুর রহমান (৫১) মান্দা থানার চকনারায়ন গ্রামের মৃত আজি মুদ্দিনের ছেলে আক্কাস আলী (৪৫)৷ পুলিশ সূত্রে জানা যায়, গত বুধবার কাদিরাবাদ ক্যান্টনমেন্ট দয়ারমপুর সেনাবাহীতে লোক নিয়োগের পরীক্ষা চলছিল৷ এসময় আটক ওই চারজন নিয়োগ পরীক্ষায় অংশ নেওয়া প্রার্থীদের জানায় সোনাবাহিনীনিতে তাদের যোগাযোগ রয়েছে ৷ তাদের মাধ্যমে টাকা খরচ করলে সেনাবাহিনীর চাকরীর নিশ্চয়তা দিবে৷ এই অর্থ লেনদেনের বিষয়টি জানতে পেরে বাগাতিপাড়া থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের হাতেনাতে আটক করে৷ পরে সেনাবাহিনীর সহায়তায় নওগাঁ জেলার মহাদেবপুর থানার দক্ষিনলক্ষিপুর গ্রামের এনামুল হকের ছেলে রফিকুল ইসলাম বাদী হয়ে বাগাতিপাড়া থানায় এসংক্রানত্ম একটি মামলা দায়ের করেন৷ বাগাতিপাড়া থানার ওসি আমিনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতদের বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরন করা হয়েছে ৷