সোমবার ● ১২ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
ময়মনসিংহে জাতীয়করণের দাবিতে শিক্ষকদের বিক্ষোভ
ময়মনসিংহ অফিস :: (২৮ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.০৫মি.) শিক্ষাব্যবস্থা জাতীয়করণের ১১ দফা দাবিতে শিক্ষক-কর্মচারীরা ময়মনসিংহে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে। ময়মনসিংহ জেলা শাখা শিক্ষক-কর্মচারী সংগ্রাম পরিষদ উদ্যোগে জেলার ১০টি শিক্ষক সংগঠনের শিক্ষক-কর্মচারীদের অংশ গ্রহনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়।
আজ ১২ মার্চ সোমবার সকালে নগরীতে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে রেলওয়ে কৃষ্ণচূড়া চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করেন। ঢাকায় ১৪ মার্চ মহাসমাবেশকে সামনে রেখে শিক্ষক-কর্মচারী সংগ্রাম কমিটির ব্যানারে এই কর্মসুচি পালন করা হয়।
এ সময় বক্তব্য রাখেন, অধ্যক্ষ গোলাম সারোয়ার, আনোয়ার হোসেন, মো. চান মিয়া, ফরহাদ হোসেন, মো. আলাউদ্দিন, অধ্যক্ষ জিয়া উদ্দিন শাকের ও অধ্যক্ষ নিহার রঞ্জন রায় প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, বেসরকারি সকল শিক্ষা প্রতিষ্ঠানকে জাতীয়করণ করতে হবে। ১১ দফা দাবিতে বিভিন্ন সংগঠন একত্রিত হয়ে এই আন্দোলন করছি। শিক্ষা যদি জাতির মেরুদন্ড হয়, তাহলে দেশে এখন শিক্ষা ব্যবস্থা নিয়ে বৈষম্য বিরাজ করছে কেন ! তৃণমুল পর্যায়ে যারা মাধ্যমিক, উচ্চ মাধ্যমিকে অবহেলিত শিক্ষক-কর্মচারী রয়েছে তাদের অবিলম্বে জাতীয়করণ করতে হবে। তাহলেই বৈষম্যদূর হবে।