শুক্রবার ● ১১ ডিসেম্বর ২০১৫
প্রথম পাতা » প্রধান সংবাদ » শীতের আগমন কারিগররা লেপ তোষক তৈরীতে ব্যস্ত
শীতের আগমন কারিগররা লেপ তোষক তৈরীতে ব্যস্ত
আল আমিন মন্ডল,বগুড়া প্রতিনিধি:: বগুড়া জেলাসহ গাবতলী উপজেলার ১১টি ইউনিয়নে শীত পড়তে শুরু করেছে৷ ফলে ভোরে কুয়াশা, দিনের বেলা ঠান্ডা বাতাস, রাঁতে শীত অনুভূত হচ্ছে৷ শীতের আগমনে লেপ-তোষকের কারীগররা প্রতিদিন ও রাঁতে ক্রেতাদের অর্ডার নেওয়া লেপ তোষক তৈরীতে ব্যস্ত সময় কাটাচ্ছেন৷ এমনকি রাঁতে গ্রামের বধুঁরা লেম্প (বাঁতি) জ্বালিয়ে সেই আলোতে তৈরী করছেন লেপ ও তোষক৷ উপজেলার হাট-বাজার ও মার্কেটগুলোতে গরম কাপড় কেনা বেচা হচ্ছে৷ ফলে গরম কাপড়ের দোকানে বেড়েছে ক্রেতাদের আগমন৷ নিম্ন বিত্তরা শীত থেকে রক্ষা পেতে মহিলাদের মোটা কাপড়ের নকশীকাঁথা তৈরীর কাজ করছে৷ আবার অনেক ধনী পরিবার নকশী কাঁথা তৈরীর জন্য গ্রামের অসহায় মহিলাদের চুক্তি করে টাকা দিয়ে কাঁথা তৈরী করে নিচ্ছেন৷ তবে এ শীতের শুরুতেই গরম কাপড় ও লেপ তোষকের দাম বেড়েছে ৷ উপজেলার রামেশ্বরপুর আকন্দপাড়ার গ্রামের বিধবা ওবেদা বেগম বলেন, লেপের দোকানে গিয়েছিলাম৷ দাম বেশি চাওয়ায় নিজের বাড়ীতে লাল কাপড়, তুলা, সুই-সুতা দিয়ে লেম্প (বাঁতি) জ্বালিয়ে রাঁতে লেপ তৈরীর কাজ করছি৷ কৈঢোপ আবাসন প্রকল্পের ভূমিহীন জুয়েল রানা জানান, আমরা গরীব মানুষ, লেপ তৈরীর জন্য ইরিধান কাঁটার কাজ করে টাকা সংগ্রহ করছি৷ দেখী লেপ তৈরী করতে পারি কি না৷ দক্ষিনপাড়ার দরিদ্র বুলু মিয়া বলেন, আমার স্ত্রী ছিড়া শাড়ী ও পুরাতন কাপড় দিয়ে কাঁথা তৈরী করছে৷ লেপ কোথায় পাব বা-হে৷ পলস্নী ডাক্তার এ.বি.এম আবু সাঈদ জানান, শীতের কারণে ছোট শিশু ও বৃদ্ধদের সর্দি কাশি, শ্বাস কষ্টসহ নানা রোগে আক্রানত্ম হয়ে থাকে৷ এশীতে দুঃস্থ মানুষদের পাশে দাড়ানোর জন্য বিত্তবানদের আহব্বান জানান তিনি৷ গরিবদের জন্য শীতবস্ত্র বিতরনে সরকারী ও বে-সরকারী উদ্যোগ প্রয়োজন৷ কাগইল বাজারে লেপ তোষক কারীগর ইউনুছ আলী জানান, শীত আগমনের শুরুতে ব্যাপক অর্ডার পাচ্ছি৷ ফলে ব্যস্ত সময় কাটাতে হচ্ছে ৷ ১টি লেপের মজুরী ২শ৫০থেকে ৩শ৫০টাকা ৷ তোষক ২শ থেকে ৩শ টাকা৷ ১টি তুলার লেপ ১হাজার টাকা থেকে ৩হাজার ও তোষক ১হাজার থেকে ৩হাজার টাকা পর্যনত্ম বিক্রি হচ্ছে৷ তিনি আরও জানান, হিমেল হাওয়া ও শীত যতই বাড়বে বিক্রি ততই বেড়ে যাবে৷ গতবছরের চেয়ে এবছরে কাপড় ও তুলার দাম একটু বেশি৷