মঙ্গলবার ● ১৩ মার্চ ২০১৮
প্রথম পাতা » প্রধান সংবাদ » প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ময়মনসিংহে পৃথক প্রস্তুতি সভা
প্রধানমন্ত্রীর সফর উপলক্ষ্যে ময়মনসিংহে পৃথক প্রস্তুতি সভা
ময়মনসিংহ অফিস :: (২৯ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৮.৪৮ মি.)
ময়মনসিংহে আগামী ৫ এপ্রিল প্রধানমন্ত্রী শেখ হাসিনা সফরে আসছেন। এ উপলক্ষ্যে জেলা প্রশাসকের সভা কক্ষে বিভাগীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। বিকেলে জামালপুর, শেরপুর, ময়মনসিংহ জেলা ও মহানগর আওয়ামী লীগের প্রতিনিধিদের নিয়ে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিমে আ.লীগের পৃথক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়।
মঙ্গলবার ১৩ মার্চ দুপুরে ময়মনসিংহ জেলা প্রশাসকের সভা কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় প্রস্তুতি সভায় বিভাগীয় কশিশনার জিএম সালেহ উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন কৃষি মন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এ সভায় প্রধানমন্ত্রীর আগমন উপলক্ষ্যে প্রয়োজনীয় প্রস্তুতির বিভিন্ন দিক নিয়ে আলোচনা করা হয়।
সভায় সংসদ সদস্য, রেঞ্জ ডিআইজি,জেলা পুরিষদ চেয়ারম্যান, চার জেলার জেলা প্রশাসক, পুলিশ সুপার, র্যার, এনএসআই, ডিজিএফআই, উপজেলা চেয়ারম্যান, নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় পর্যায়ের ঊর্ধ্বতন কর্মকতারা অংশ গ্রহন করেন।
এ সময় প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রধানমন্ত্রী আগামনকে সফল করতে প্রশাসন, দলীয় নেতা-কর্মীসহ সংশ্লিষ্ট বিভাগকে স্ব স্ব দায়িত্ব সঠিকভাবে পালনের আহ্বান জানান। সভায় জানানো হয়, প্রধানমন্ত্রী শতাধিক উন্নয়ন প্রকল্প উদ্ভোধন করার পর স্থানীয় সার্কিট হাউস মাঠে বিশাল জনসভা ভাষণ দেবেন।
অপরদিকে মঙ্গলবার বিকেলে নগরীর টাউন হলের তারেক স্মৃতি অডিটোরিমে মহানগর আওয়ামী লীগের আয়োজনে মহানগর আওয়ামী লীগের সভাপতি এহতেশামুল আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোহিত উর রহমান শান্ত’র উপস্থাপনায় এ প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম-সাধারণ সম্পাদক ডা. দিপু মনি, ধর্মমন্ত্রী আলহাজ্ব অধ্যক্ষ মতিউর রহমান, আ.লীগের সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মোঃ মিজবাহ উদ্দিন সিরাজ, সদস্য মারুফা আক্তার পপি, উপাধ্যক্ষ রেমং আরেং, সংসদ সদস্য মো. শরীফ হাসান, আনোরুল আবেদীন খান তুহিন, ফাহমি গোলন্দাজ বাবেল, সংরক্ষিত মহিলা আসনের এমপি ফাতেমা জোহুরা রানী প্রমুখ।
এসময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য গোলাম জিল্লু, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোয়াজ্জেম হোসেন বাবুল, স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিব) মহাসচিব ডা. এম এ আজিজ, জেলা পরিষদ চেয়ারম্যান ইউসুফ খান পাঠান, পৌর মেয়র ইকরামুল হক টিটু, আ.লীগ নেতা শরীফ হাসান অনু, আমিনুল হক শামীম, সাবেক সংসদ সদস্য রুহুল আমিন মাদানী, জেলা ছাত্রলীগের সভাপতি রকিবুল ইসলাম রকিবসহ ময়মনসিংহ বিভাগের ৪টি জেলার নেতৃবৃন্দ।