বুধবার ● ১৪ মার্চ ২০১৮
প্রথম পাতা » খুলনা বিভাগ » রামপালে আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা জব্দ
রামপালে আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা জব্দ
বাগেরহাট অফিস :: (৩০ ফাল্গুন ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.২৪ মি.) বাগেরহাটের রামপাল উপজেলা থেকে ২২ লক্ষ পিস ফাইস্যা মাছের পোনা জব্দ করেছে কোস্টগার্ড পশ্চিম জোন (মোংলা)। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার বাগুড়া খাল সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে আহরণ নিষিদ্ধ এ পোনা আটক করে কোস্টগার্ড সদস্যরা। যার আনুমানিক মূল্য ৪৪ লক্ষা টাকা বলে দাবী করেছে কোস্টগার্ড।
কোস্টগার্ডের লেফটেন্যান্ট এম সেলিম বিশ্বাস জানান, আহরণ নিষিদ্ধ ফাইস্যা মাছের পোনা আহরণ করে অবৈধ্যভাবে বিক্রির জন্য মজুদ করা হয়েছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে এলাকায় অভিযান চালিয়ে পোনাগুলো জব্দ করা হয়। এসময় কোস্টগার্ডের উপস্থিতি টের পেয়ে অবৈধ শিকারিরা পালিয়ে যায়। পরে মোংলা উপজেলা মৎস্য কর্মকর্তা ফেরদাউস আনছারির ফাইসা মাছের পোনা গুলোকে পশুর নদীতে অবমুক্ত করেন।