শুক্রবার ● ১৬ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নুতন সচিব নুরুল আমিন : নববিক্রম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বহাল
পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের নুতন সচিব নুরুল আমিন : নববিক্রম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বহাল
ষ্টাফ রিপোর্টার :: (১ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) আজ ১৫ মার্চ বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এক প্রজ্ঞাপন জারি করা হয়েছে। এদিকে নববিক্রম কিশোর ত্রিপুরা উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান পদে বহাল থাকছেন বলে জানা গেছে।
চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ শেষ হয়ে যাওয়ায় নববিক্রম কিশোর ত্রিপুরার স্থলে প্রধানমন্ত্রীর শিক্ষা সহায়তা ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত সচিব) মো. নুরুল আমিনকে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক নুতন মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব করা হয়েছে।
বাংলাদেশ পুলিশ বাহিনীর সাবেক কর্মকর্তা নববিক্রম কিশোর ত্রিপুরা এতদিন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব ও পার্বত্য চট্টগ্রাম উন্নয়ন বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
এছাড়া এই প্রজ্ঞাপনে পানি সম্পদ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে বদলি করা হয়েছে। স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেককে সরিয়ে তথ্য মন্ত্রণালয়ে সচিব পদে বদলী করা হয়েছে।
এদিকে তথ্য মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব মো. নাসির উদ্দিন আহমেদকে বদলি করা হয়েছে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ে এবং বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক এম খায়রুল হোসেনকে সিনিয়র সচিবের পদমর্যাদা দিয়েছে সরকার।
প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) কবির বিন আনোয়ারকে পানি সম্পদ মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব নিয়োগ দেওয়া হয়েছে।