শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » ময়মনসিংহ » ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ময়মনসিংহে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস পালিত
ময়মনসিংহ অফিস :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.০৭মি.) ময়মনসিংহে নানা আয়োজনে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উদযাপন করা হয়েছে।
আজ ১৭ মার্চ শনিবার সকাল ৮টায় জন্মবার্ষিকী উদ্যাপন উপলক্ষ্যে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে প্রথমে পুষ্পার্ঘ অর্পণ করেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। এরপর একটি বর্ণাঢ্য র্যালি বের হয়ে নগরীর প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালি শেষে জেলা প্রশাসনের আয়োজনে তারেক স্মৃতি অডিটোরিয়ামে রচনা , চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও বঙ্গবন্ধুর জীবনী নিয়ে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে অংশ নেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান। বিশেষ অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার জিএম সালেহ উদ্দিন, ডিআইজি নিবাস চন্দ্র্র মাঝি, অতিরিক্ত ডিআইজি ড.আক্কাস উদ্দিন ভুইয়া, জেলা প্রশাসক ড. শুভাষ চন্দ্র্র বিশ্বাস, পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম ও পৌর মেয়র ইকরামুল হক টিটু প্রমুখ।
তার আগে সকাল ৮টার দিকে নগরীর টাউন হল মাঠে স্থাপিত বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন ধর্মমন্ত্রী, বিভাগীয় কমিশনার, রেঞ্চ ডিআইজি, জেলা প্রশাসন ও পুলিশ প্রশাসনের কর্মকর্তা ও মুক্তিযোদ্ধা সংসদ। এছাড়াও বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন নানা আয়োজনে দিবসটি পালন করেছে।
অপরদিকে ময়মনসিংহের প্রতিটি উপজেলায় প্রশাসন ও বিভিন্ন রাজনৈতিকদলের উদ্যোগে পৃথক পৃথক ভাবে বিভিন্ন আয়োজনে দিবসটি পালনের খবর পাওয়া গেছে।