শনিবার ● ১৭ মার্চ ২০১৮
প্রথম পাতা » সকল বিভাগ » নবীগঞ্জে বঙ্গবন্ধর ৯৮ তম জন্ম বার্ষিকী পালন
নবীগঞ্জে বঙ্গবন্ধর ৯৮ তম জন্ম বার্ষিকী পালন
নবীগঞ্জ (হবিগঞ্জ) প্রতিনিধি :: (৩ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ৯.১৩মি.) নবীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান এডভোকেট আলমগীর চৌধুরী বলেন,বঙ্গবন্ধু জয়বাংলা শ্লোগান দিয়ে দেশকে স্বাধীন করেছিলেন। তাই বঙ্গবন্ধুর জয়বাংলার স্বপ্নের সোনার বাংলার আর্দশকে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে। বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভয়কে জয় করে দেশের জন্য কাজ করে আজ দেশকে বিশ্বের উন্নত দেশে পরিনত করেছেন। বাংলাদেশ যাতে বিশ্বের দরবারে প্রতিষ্টিত হতে না পারে সেই জন্য দেশাদ্রোহীরা বঙ্গবন্ধুকে হত্যা করেছিল। তাই বঙ্গবন্ধুর হত্যাকারী ও তাদের দোষরদের থেকে সাবদান থাকতে হবে। তিনি গতকাল নবীগঞ্জ উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ মিলানায়তনে আজ ১৭ই মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৮ তম জন্ম বার্ষিকীর আলোচনা সভা ও পুরস্কার বিতরন অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। নবীগঞ্জ উপজেলা কর্মকর্তা তৌহিদ বিন হাসানের সভাপতিত্বে অনুষ্টানে বিশেষ অতিথির ব্ক্তব্য রাখেন,মুক্তিযুদ্ধের সংগঠন মো. আব্দুর রউফ, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সভাপতি ইমদাদুর রহমান মুকুল, সাদারন সম্পাদক সাইফুল জাহান চৌধুরী, মুক্তিযোদ্ধা কমান্ডার মো. নুর উদ্দিন,থানা অফিসার ইনচার্জ এস এম আতাউর রহমান, ইউপি চেয়ারম্যান আবু সিদ্দিক।
সভার শুরুতে কোরআন তেলওয়াত করেন ইমাম মো. আব্দুল করিম, গীতাপাঠ করেন উপজেলা হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান ঐক্য পরিষদের সাধারন সম্পাদক উত্তম কুমার পাল হিমেল।
এসময় বক্তব্য রাখেন, নবীগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোস্তাক আহমদ মিলু, উপজেলা শিক্ষক সমিতির সভাপতি শামীম আহমদ চৌধুরী, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক গুল আহমদ কাজল, লোকমান আহমদ খান,প্রধান শিক্ষক আব্দুস সালাম ,পৌর যুবলীগের সভাপতি ইকবাল আহমদ বেলাল,উপজেলা মহিলা আওয়ামীলীগের সভাপতি দিলারা বেগম ও মুক্তিযোদ্ধা সন্তান ডাঃ নিজামুল চৌধুরী প্রমূখ। বঙ্গবন্ধুর ভাষনের উপর বক্তব্য রাখেন গন্ধ্যা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র সাইদুল হক চৌধুরী। সভাশেষে চিত্রাংকন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরন করা হয়। আলোচনা সবার পুর্বে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন ও আনন্দ র্যালী অনুষ্টিত হয়।