রবিবার ● ১৮ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » ময়মনসিংহে পৃথক অভিযানে সাড়ে তিন মন গাঁজাসহ আ’লীগ নেতা গ্রেফতার
ময়মনসিংহে পৃথক অভিযানে সাড়ে তিন মন গাঁজাসহ আ’লীগ নেতা গ্রেফতার
ময়মনসিংহ অফিস :: (৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৫.১৩মি.) ময়মনসিংহের মুক্তাগাছা থেকে পৃথক অভিযানে সাড়ে তিন মণ গাঁজাসহ মানকোন ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি ও ইউনিয়ন পরিষদ সদস্য বাবুল,তার সহযোগি সুরুজ আলী ও কাউসার আলীকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ(ডিবি) ও মুক্তাগাছা থানা পুলিশ।
আজ ১৮ মার্চ রবিবার দুপুরে জেলা পুলিশের মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান পুলিশ সুপার সৈয়দ নুরুল ইসলাম। এসময় অতিরিক্ত পুলিশ সুপার এস এম নেওয়াজী, জয়িতা শিল্পী, মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী আহম্মেদ মোল্লা ও জেলা গোয়েন্দা কর্মকর্তা আশিকুর রহমান উপস্থিত ছিলেন।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, শনিবার সন্ধ্যা পৌনে সাতটার দিকে ডিবির একটি দল মুক্তাগাছা উপজেলার বাদেমাঝিরা এলাকায় বাবুলের বাড়িতে অভিযান চালিয়ে ৬০ কেজি গাঁজা উদ্ধার করে। এসময় তাকে হাতেনাতে গ্রেফতার করে ডিবি।
পরে মুক্তাগাছা থানার ওসি আলী আহম্মেদ মোল্লা গোপন সূত্রে জানতে পারেন বাবুলের সহযোগীদের বাড়িতেও গাঁজার চালান রয়েছে। পরে সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে সুরুজ আলী ও কাওছার আলীর বাড়িতে অভিযান চালিয়ে ৮০ কেজি গাঁজা উদ্ধার ও তাদের গ্রেফতার করেন। আগে থেকেই ইউপি সদস্য বাবুলের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। পরে আটককৃতদের বিরুদ্ধে মুক্তাগাছা থানা ও ডিবি পুলিশ মাদকদ্রব্য আইনে দু’টি মামলা করেছে।