সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » অপরাধ » রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমাসহ ২জন অপহৃত : গুলিবিদ্ধ-১
রাঙামাটিতে হিল উইমেন্স ফেডারেশনের নেত্রী মন্টি চাকমাসহ ২জন অপহৃত : গুলিবিদ্ধ-১
ষ্টাফ রিপোর্টার :: (৪ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৮মি.) রাঙামাটি সদর উপজেলার কুতুকছড়ি ইউনিয়নের আবাসিক এলাকায় সন্ত্রাসী হামলায় পার্বত্য চুক্তি বিরোধী সংগঠন ইউনাইডেট ডেমোক্রেটিকস ফ্রন্ট (ইউপিডিএফ) সমর্থিত গণতান্ত্রিক যুব ফোরামের এক নেতা গুলিবিদ্ধ ও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী অপহৃত হয়েছেন। এসময় একটি ঘর পুড়িয়ে দেয়া হয়। আজ ১৮ মার্চ র বিবার সকালে এই ঘটনার খবর পাওয়া যায়।
ইউপিডিএফ এক বিবৃতিতে জানায়, রবিবার সকালে রাঙামাটির সদর উপজেলার কয়েকজন নেতাকর্মী কুতুকছড়ি আবাসিক এলাকার একটি বাড়িতে অবস্থান করছিলেন। এসময় একদল সন্ত্রাসী অতর্কিতে হামলা করলে ধর্ম সিং চাকমা নামে একজন পায়ে গুলিবিদ্ধ হন। বাকীরা পালিয়ে যেতে পারলেও হিল উইমেন্স ফেডারেশনের দুই নেত্রী মন্টি চাকমা ও দয়াসোনা চাকমাকে সন্ত্রাসীরা অপহরণ করে নিয়ে যায় সন্ত্রাসীরা। এসময় সন্ত্রাসীরা বাড়িতে আগুন ধরিয়ে দেয়। এ ঘটনার প্রতিবাদে রাঙামাটি-খাগড়াছড়ি সড়কে বিক্ষুদ্ধ এলাকাবাসী অবরোধ করে সকল ধরনের যান চলাচল বন্ধ করে দেয়।
ইউপিডিএফ প্রচার সম্পাদক নিরন চাকমা স্বাক্ষরিত বিবৃতিতে এই হামলাকে ‘কাপুরুষোচিত ও ন্যাক্কারজনক’ অভিহিত করে অবিলম্বে হামলাকারী সন্ত্রাসীদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ইউপিডিএফ ।
এদিকে রাঙামাটি কোতোয়ালি থানার অফিসার ইনচার্জ (ওসি) সত্যজিৎ বড়ুয়া সিএইচটি মিডিয়া টুয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্বৃত্তদের হামলায় এক জন গুলিবিদ্ধ ও ২জনকে অপহরণ করা হয়েছে বলে শুনেছেন। পুলিশ বিষয়টি তদন্ত করছে। ছবি : মন্টি চাকমা।