সোমবার ● ১৯ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » কাউখালীতে বৃক্ষ ও বন জরিপ বিষযক তথ্য বিনিময় সভা
কাউখালীতে বৃক্ষ ও বন জরিপ বিষযক তথ্য বিনিময় সভা
কাউখালী প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় সন্ধ্যা ৬.১৭মি.) রাঙামাটি পার্বত্য জেলা ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ কাউখালী উপজেলার ১নং বেতবুনিয়া মডেল ইউনিয়ন পরিষদ কমিউনিটি সেন্টারে বাংলাদেশ বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য বিনিময় সভা কাউখালী উপজেলা নির্বাহী অফিসার স্নেহাশীষ দাশের সভাপতিত্বে আজ সোমবার সকালে অনুষ্ঠিত হয়।
এ সময় সভায় বক্তব্য রাখেন কাউখালী উপজেলা পরিষদ চেয়ারম্যান এসএমচৌধুরী, পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদ সদস্য মো. নুরুল আলম, ঝুম নিয়ন্ত্রণ বন বিভাগ রাঙামাটি বিভাগীয় বন কর্মকর্তা মোল্লা মো. মিজানুর রহমান, কাউখালী উপজেলা পরিষদ মহিলা ভাইস-চেয়ারম্যান এ্যানি চাকমা কৃপা ও এফএও কনসালটেন্ট ড. নিখিল চাকমা প্রমুখ।
এ সময় অনুষ্ঠানে উম্মুক্ত আলোচনা সভায় অংশ গ্রহন করেন হেডম্যান তুষার কান্তি দেওয়ান, কলমপতি ইউপি চেয়ারম্যান ক্যাজাই মারমা, বেতবুনিয়া ইউপি চেয়ারম্যান খইচাবাই তালুকদার, ঘাগড়া ইউপি চেয়ারম্যান জগদীশ চাকমা, ফটিকছড়ি ইউপি চেয়ারম্যান ধন কুমার চাকমা, ঘাগড়া ফরেষ্ট স্টেশন অফিসার সুধাংসু রঞ্জন দাশ, কার্বারী উক্যজাই চৌধুরী ও সাংবাদিক মো. ওমর ফারুক।
আগামী ২০ মার্চ-২০১৮ তারিখ হতে কাউখালী উপজেলার ৪টি ইউনিয়নের ৪ মৌজায় বাংলাদেশ বৃক্ষ ও বন জরিপ বিষয়ক তথ্য সংক্রান্ত কার্যক্রম শুরু হবে বলে সভায় জানানো হয়।