মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম » সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন
সাংবাদিক নির্যাতনের প্রতিবাদে চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের মানববন্ধন
চট্টগ্রাম প্রতিনিধি :: (৫ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় রাত ১১.৫৬মি.) স্যাটেলাইট চ্যানেল ডিবিসি’র বরিশাল ব্যুরো অফিসের ক্যামেরাম্যান সুমন হাসানের উপর বরিশাল ডিবি পুলিশ কর্তৃক অমানবিক নির্যাতনের প্রতিবাদে অভিযুক্তদের উপযুক্ত শাস্তির আওতায় আনার দাবিতে সমাবেশ পরবর্তী মানববন্ধন আজ ১৯ মার্চ সোমবার বিকেল ৫টায় চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাব চত্বরে অনুষ্ঠিত হয়।
প্রতিবাদ সমাবেশে বক্তারা বলেন, দেশের খ্যাতিমান সাংবাদিক ইকবাল সোবাহান চৌধুরীর মালিকানাধীন ডিবিসি চ্যানেলের বরিশাল ব্যুরো অফিসের ক্যামেরাম্যান সুমন হাসানের উপর নির্যাতনকে আমরা ষড়যন্ত্রের অংশ বলে মনে করি। যেখানে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাংবাদিক বান্ধব সেখানে সুমনের উপর নির্যাতন প্রশাসনের ভিতরে লুকিয়ে থাকা অতি উৎসাহীদের কাজ।
বক্তারা বলেন, এক সপ্তাহের মধ্যে সুমনের উপর নির্যাতনকারীদের উপযুক্ত শাস্তির আওতায় না আনলে কঠোর কর্মসূচির হুশিয়ারি উচ্চারণ করেন।
প্রতিবাদ সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন, দৈনিক আজাদী‘র সাবেক সন্দ্বীপ প্রতিনিধি চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সভাপতি অধ্যক্ষ মুকতাদের আজাদ খান, সাপ্তাহিক পার্বত্য বানী’র সম্পাদক ও চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক অধ্যাপক এ.বি.এম মুজাহিদুল ইসলাম বাতেনের সঞ্চালনায় প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন, সহ-সম্পাদক রাজিব রাহুল, অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোষ্ট- এর সম্পাদক স ম জিয়াউর রহমান, অনলাইন এস টিভি‘র সম্পাদক শহীদুল ইসলাম, অনলাইন টিভি এটিএম নিউজ- এর সম্পাদক মাইন উদ্দিন, চট্টগ্রাম অনলাইন প্রেস ক্লাবের উপ-প্রচার সম্পাদক রাজীব চক্রবর্ত্তী, আজীবন সদস্য সাংবাদিক মো. ফিরোজ, সাংবাদিক শহীদুল ইসলাম, হোসাইন মিন্টু, অনলাইন দৈনিক আমাদের স্বাধীনতা ডট কম সম্পাদক উত্তম কুমার চক্রবর্ত্তী কাজল, সাংবাদিক মনোয়ারা আজিজ চৌধুরী, মাসিক গাংচিল সম্পাদক হাসানুজ্জামান সন্দ্বীপি, অনলাইন নিউজ পোর্টাল সিটিজি পোস্টের ব্যবস্থাপনা সম্পাদক জামাল উদ্দিন, নির্বাহী সম্পাদক প্রধান শিক্ষক আবদুর রহিম, চৌধুরী, অনলাইন সাংবাদিক যথাক্রমে মো. কামাল উদ্দিন, মুনমুন আহমেদ, সুলতানা আকতার, দিলোয়ারা বেগম ও মো. রাকিব প্রমুখ।