মঙ্গলবার ● ২০ মার্চ ২০১৮
প্রথম পাতা » চট্টগ্রাম বিভাগ » স্থানীয় সাংবাদিকদের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
স্থানীয় সাংবাদিকদের সাথে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের শুভেচ্ছা বিনিময়
ষ্টাফ রিপোর্টার :: ( ৬ চৈত্র ১৪২৪ বাঙলা: বাংলাদেশ সময় বিকাল ৩.১২মি.) রাঙামাটি পার্বত্য জেলায় কর্মরত সাংবাদিকদের সাথে শুভেচ্ছা বিনিময় করেছেন রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
আজ ২০ মার্চ মঙ্গলবার রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভেদভেদী অস্থায়ী কার্যালয়ে এ শুভেচ্ছা বিনিময় করেন।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অঞ্জন কুমার চাকমা, সহকারী রেজিস্ট্রার অনিল জীবন চাকমা, পরিচালক(হিসাব) মো. মাসুদুর রহমান, পিএস টু ভিসি নৃপেন চাকমা ও জনসংযোগ কর্মকর্তা ত্রিবেনী চাকমাসহ জেলার প্রিন্ট, ইলেক্ট্রনিক্স ও অনলাইন মিডিয়ার ১৩ জন সাংবাদিক উপস্থিত ছিলেন।
এসময় রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা বলেন, এবারে আপনাদের সাথে মূলত শুভেচ্ছা বিনিময়ের জন্য এ আমন্ত্রণ জানানো, আধুনিক বিজ্ঞান প্রযুক্তি নির্ভর উচ্চ শিক্ষার অগ্রগতি সাধনে সকলের সহযোগিতা কামনা করেন।
আগামী ২৩ মার্চ-২০১৮ ৪র্থ ব্যাচের ভর্তি পরিক্ষা অনুষ্ঠিত হবে। এতে ব্যবস্থাপনা বিভাগ ও কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে দুই বিষয়ে ১শত আসনের বিপরীতে ১১৩০ জন ছাত্রছাত্রী ভর্তি পরীক্ষা দিবে বলে এসময় জানানো হয়। ভর্তি পরিক্ষায় পর্যবেক্ষক হিসাবে গতবারের ন্যায় ঢাকার ইউজিসি প্রতিনিধিরা থাকার কথা রয়েছে বলে জানান উপাচার্য।
এছাড়া রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ক্যাম্পাস একাডেমিক ভবন ও অন্যান্য স্থাপনা কাজের অগ্রগতি হচ্ছে। উপাচার্য বলেন, ডিজিটাল সার্ভে ফেব্রুয়ারি মাসে শেষ হয়েছে। আগামী এপ্রিল মাস নাগাদ মুল নকশার কাজ শুরু হবে বলে তিনি আশাবাদি।
রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুল ক্যাম্পাসটি নির্মিত হলে পর্যটন ক্ষেত্রে দর্শনার্থীদের দৃষ্টি নন্দন হবে বলে উপাচার্য আশা ব্যক্ত করেন।
শুভেচ্ছা বিনিময় কালে রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ব্যবস্থাপনাকে রাজনৈতিক প্রভাব মুক্ত রাখার বিষয়ে উপাচার্য এর দৃষ্টি আকর্ষণ করেন সাংবাদিকরা।
পরে শুভেচ্ছা বিনিময় শেষে সাংবাদিকদের নিয়ে মধ্যাহ্নভোজে অংশ নেন উপাচার্য অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা।
উল্লেখ্য, রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় স্থাপনের শুরু থেকে উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন অধ্যাপক ড. প্রদানেন্দু বিকাশ চাকমা। এবছর তিনি পুণরায় ৪ বছরের জন্য রাঙামাটি বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় মেয়াদে উপাচার্য হিসেবে নিয়োগ পান।